পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি । 浚 S এমনি করিয়া দিন যায়। অরুণ বরুণ, ব্ৰাহ্মণের সকল বিদ্যা পড়িলেন ; কিরণমালা ব্ৰাহ্মণের ঘর সংসার হাতে নিলেন । তখন একদিন তিন ছেলে-মেয়ে ডাকিয়া, তিন জনের মাথায় হাত রাখিয়া, ব্ৰাহ্মণ বলিলেন-“অরুণ, বরুণ, মা কিরণ, সব তোদের রহিল, আমার আর কোনো দুঃখ নাই,-তোমাদিগে রাখিয়া এখন আমি আর এক রাজ্যে যাই ; সব দেখিয়া শুনিয়া খাইও * তিন ভাই-বোনে কঁাদিতে লাগিলেন, ব্ৰাহ্মণ স্বৰ্গে চলিয়া গেলেন । ( tr ) মনের দুঃখে মনের দুঃখে দিন যায়,-রাজার রাজপুরী অন্ধকার । রাজা বলিলেন,--“না ! আমার রাজত্ব পাপে ঘিরিয়াছে। চল, আবার মৃগয়ায় যাইব ।” আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজিল । রাজা মৃগয়ায় গিয়াছেন আর সেই দিন আকাশের দেবতা ভাঙ্গিয়া পড়িল। ঝড়ে, তুফানে, বৃষ্টি বান্দলে-সঙ্গী সাথী ছাড়াইয়া, পথ পাথার হারাইয়া—ঘুরঘুট্ট অন্ধকার, ঝম্ ঝিম্ বৃষ্টি,-বৃক্ষের কোটরে রাজা রাত্রি কাটাইলেন। পরদিন রাজা হাঁটেন হাঁটেন, পথের শেষ নাই ਬ বী বা, দিক দিশা খা খাঁ ; জন মনুষ্য কোথায়, জল জলাশয় কোথায়,-হঁাপিয়া জাপিয়া ক্ষুধায় তৃষ্ণায় আকুল রাজা, দেখেন, দূরে এক বাড়ী ৷ রাজা সেই বাড়ীর দিকে চলিলেন। Š 浚 较