পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹 —দুধের সাগর— সোণার পাখী বসিয়া হাজার সুরে গান ধরিলা ! চারিদিকে 突 মুক্তার ফল থরে থরে চমূ-চম্—তা’রি মধ্যে শীতল ঝরণায় মুক্তার জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল । পাখী বলিল,-“আহা !” অরুণ বরুণ কিরণ তিন ভাই-বোনে গলাগলি করিলেন । ( ७७ ) বনের পাখী পারে না, বনের হরিণ পারে না, তা মানুষে কি থাকিতে পারে? ছুটিয়া আসিয়া দেখে-“আঃ !-পুরী যেপুরী । ইন্দ্রপুরী পৃথিবীতে নামিয়া আসিয়াছে।” খবর রাজার কাছে গেল । শুনিয়া রাজা বলিলেন, “তাই না কি ! সেই ব্ৰাহ্মণের ছেলেরা এমন সব করিলা ?” সেই রাতে সোণার পাখী বলিল,-“অরুণ বরুণ কিরণমালা ! রাজাকে নিমন্ত্রণ করা ।” তিন ভাই-বোনু বলিলেন,-“সে কি ! রাজাকে নিমন্ত্রণ করিয়া কি খাওয়াইব ?” পাখী বলিল,-“সে আমি বলিব ।” অরুণ বরুণ ভোরে গিয়া রাজাকে নিমন্ত্রণ করিয়া আসিলেন । , সোনার পাখী বলিল,-“কিরণ ! রাজা মহাশয় যেখানে খাইতে বসিবেন, সেই ঘরে আমাকে টাঙ্গাইয়া দিও ” * * ».ائسه عا কিরণ दलिब्न,-‘ऊाष्छा ।” -- 浚 S8