পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি ( S8 ) ঠাট কটক নিয়া, জাক জমক করিয়া রাজা, নিমন্ত্রণ খাইতে আসিয়া, দেখেন,-কি !! --রাজা আসিয়া, দেখেন।--আর চমৃকেন; দেখেন, দেখেন।--আর 'থ' খান। পুরীর কানাচে কোণে যা’, রাজ্যভাণ্ডার ভরিয়াও তা’ নাই ! “এসব এরা কোথায় পাইল ?-এর কি মানুষ ! —হায় !” একবার রাজা আনন্দে হাসেন, আবার রাজা দুঃখে ভাসেন-আহ, ইহারাই যদি তাহার ছেলে-মেয়ে হইত ! রাজা বাগান দেখিলেন, ঝরণা দেখিলেন ; দেখিয়া, শুনিয়া, সুখে, দুঃখে, রাজার চোক ফাটিয়া জল আসে, চোকে হাত দিয়া রাজা বলিলেন,--“আর তো পারি না ! ঘরে চল ।” ঘরে এদিকে মণি, ওদিকে মুক্তা, এখানে পান্না, ওখানে হীরা। রাজা অবাক ! তারপর রাজা খাবার ঘরে - রকমে রকমে খাবার জিনিষ থালে থালে, রেকবে রেকবে, বাটিতে বাটিতে, ভারে-ভারে রাজার কাছে আসিল ! সুবাসে সুগন্ধে ঘর ভরিয়া গেল। আশাচৰ্য্যে, বিস্ময়ে, রাজা অস্তে আস্তে, আসিয়া আসন নিলেন । আস্তে আস্তে অবাক রাজা, থালে হাত দিয়াই— --রাজা হাত তুলিয়া বসিলেন!— e SASASE SSKD SLS DDS AO /*=\""; %ܨ “তাহাতে কি ?” ভূ-ত্ব