পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 Š বলিলেন,-“খোক্ক সে যদি নাম জিজ্ঞাসা করে তো, আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না।” বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল । খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল। লালকমল তারোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন । খোঙ্কসেরা আসিয়াই-আলোতে ভাল দেখিতে পায় না। কি-না ?—বলিল,-“আঁালো নিবেঁ।” লালকমল বলিলেন,-“না !” সকলের-বড় খোক্কাস রাগে গাঁ গাঁ,-বলিল—“বঁটে ! ঘরে র্কে জাগে ? যত খোঙ্কসে কিচিমিচি,-“র্কে জাগে, কেঁ ਦ5 ? লালকমল উত্তর করিলেন,- “নীলকমলের আগে। লালকমল জাগে আর জাগে তারোয়াল, দীপ দপ করে” ঘিয়ের দীপ জাগে—— কা’র এসেছে কাল ?” নীলকমলের নাম শুনিয়া খোক্কসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল । নীলকমল আর-জন্মে রাক্ষসী-রাণীর পেটে হইয়াছিলেন, তাই তার শরীরে কিনা। রাক্ষসের রক্ত ! খোঙ্কসেরা उॉश জানিত সকলে বলিল,- “আচ্ছা, নীলকমল কি-না পরীক্ষা কর।” S S8s