পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 经一 S কঁধে চড়িয়া বেড়ান। আর দেখেন,-গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জরা ! পাচার, গলায়, পুরী দাগ দাগ থকা থাকৃ-গন্ধে বারোভূত পলায়, দেব দৈত্য ডরায় । দেখিয়া লাল বলিলেন,- “ভাই, পৃথিবী তো উজাড় হইল!” নীল চুপ করিয়া রহিলেন,-“নাঃ, পৃথিবী আর থাকে না!' তখন, নিশি রাত্রে, যত নিশাচর রাক্ষস, সাত সমুদ্রের ঐ পারে যত রাজ-রাজ্য উজাড় দিতে গিয়াছে ; এক কাচ্চী-বাচ্চাও [ জীয়নকাটী-মরণকাটা ] - ༣༽ C পুৱীতে নাই; নীলকমল উঠিয়া, লালকমলকে নিয়াপুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন স্থা নীল বলিলেন, “দাদা, আমার ”কাপড়-চোপড় ধর । ۔ ※ УČIS