পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

级 --রূপ-তরাসী--- S সিপাইরা কি আছে ? আই আর কাই তো রাক্ষস ছিল ? তা’রা সেইদিন-ই মরিয়াছে ; নীলকমল লালকমল আপন সিপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন । “3-মা ! !”—মাথা দেখিয়াই রাণী—নিজ মুক্তি ধারণ করিল— “করম খাম গরম খাম মুড় মুড়িয়ে হাডিড খাম! হিম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা যাম!” বলিয়া রাক্ষসীরাণী বিকটমুত্তি ধরিয়া ছুটিতে ছুটতে নীলকমল, লালকমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল । বাহির দুয়ারে,-“খাম! খাম!” লাল বলিলেন,-“থাম, থাম!” লালকমল মরণকাটী ভীমরুল আনিয়া-কৌটা খুলিলেন । গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি ঘোল, মরণকাটা দেখিয়া, রাক্ষসী, মরিয়া, পড়িয়া গেল ! সকলে আসিয়া দেখে-এটা আবার কি ! খোক্কসের ঠাকুরমা না কি ?—আমাদের রাজ্যে বুঝি। নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল ? সকলে “হো-হো-হো !" করিয়া ਢੋਠੇਕ জল্লাদের আসিয়া মরা রাক্ষসীটাকে ফেলিয়া দিল । § ': SVR 奖