পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फैॉकून्नमों?न दून्नि বলেন, মণিমালা পাতালের যত কথা রাজপুত্রের কাছে বলেন। বলিতে বলিতে, একদিন মণিমালা বলিলেন,-“জন্মে কখনো পৃথিবী দেখিলাম না, দেখিতে বড় সাধ যায়।” রাজপুত্র কিছু বলিলেন না। দুপুরে রাজপুত্ৰ শুইয়া আছেন। রাজপুত্রকে ঘুমে দেখিয়া মণিমালা ক্ষার খৈল গামছা নিয়া মণিটি হাতে সরোবরের পথে পৃথিবীতে উঠিলেন -“আহা ! কি সুন্দর।” পৃথিবী দেখিয়া মণিমালা অবাক । মণিমালা বলিলেন,-“মণি, মণি! উজলে’ ওঠ, এই সরোবরের জলে আমি নাইব ।” অমনি মণির আলো, উজলে’ উঠিল, সরোবরের মাঝখানে রাজহঁসের থাক, শ্বেতপাথরের ধাপ, ধবৃধবে’ সুন্দর ঘাটুলা হইল। মণিমালা ধাপের উপর মণি রাখিয়া, ক্ষার খৈল দিয়া গা-পা কাঁচ লাইতে লাগিলেন। সেই সময় সেই দেশের রাজপুত্র সেই বনে শীকার করিতে আসিয়াছেন। তিনি সব দেখিলেন। দেখিয়াই রাজপুত্ৰ চুটিয়া | আসিয়া জলে ঝাপ দিয়া পড়িলেন । চমকিয়া মণিমালা দেখেন,-মানুষ ! মণি লইয়া মণিমালা ം ডুব দিলেন। চক্ষের পলকে সব কোথায় গেল। --রাজপুত্ৰ “হায় হায়” করিতে করিতে ফিরিয়া গেলেন। νο কাঠকুড়ানী পেঁচাের মা এক বুড়ী এই সব দেখিল। S দেখিয়া বুড়ী চুপটি করিয়া রহিল। S 浚 Stylv)