পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি S ( . ) Air (দালা চৌদোলা পঞ্চকটক নিয়া সরোবরের পাড়ে আসিয়া মন্ত্রিপুত্র ডাকেন,-“বন্ধু ! বন্ধু ! পথ দেখাও।” না, সাড়া শব্দ কিছুই নাই! দিনের পর দিন গেল, রাত্রির পর রাত্ৰি গেল, বন্ধু আর সাড়া দিল না। তখন মন্ত্রিপুত্ৰ ভাবিত হইয়া, পঞ্চকটক বনে রাখিয়া, বাহির হইলেন । খানিক দূর গেলে, পথের লোকেরা বলিল,-“কে-গো তুমি কা’র বাছা, পেচোকে দেখিয়াছ ? পেচো রাজার জামাই হইবে, পেঁচাের মা বুড়ী পেচাের খোঁজে পথে পথে ঘুরে।” মন্ত্রিপুত্র বলিলেন,-“হা, হাঁ, আমি পেচোকে দেখিয়াছি ; তা সে রাজত্ব রাজকন্যা পাইল কেন ?” লোকেরা সকল কথা বলিল । মন্ত্রিপুত্ৰ বলিল,-“বেশ, বেশী ! তা পেচোর রূপট,- রূপটি যেন কেমন ?” লোকেরা পেচোর রূপের কথা বলিল । শুনিয়া মন্ত্রিপুত্ৰ চলিয়া আসিলেন। পরদিন মন্ত্রিপুত্ৰ করিলেন, কি, পোষাক টোষাক ছাড়িয়া, গালে মুখে কালি, গায়ে পায়ে ছেড়া কাণি, বুড়ীর বাড়ীতে গিয়া উপস্থিত । খক্‌ থক্‌ কাশি, খিল খিল হাসি, দুই হাতে দুই গাছের ডাল—পেচোর নাচে ਚੋਫੈਜ কঁাপে ৷৷ ৪৯%। আথিবিথি বুড়ী ছুটিয়া আসিল,-“এই তাে আমার বাছা!— আহ আহা বুকের মাণিক, কোথায় ছিলি ঘরে এলি !!'-আয় আয়, তোর জন্যে— । 一浚 Sua