পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

※ ঠাকুরমা’র বুলি لاعس. S মশাই, রাজা মশাই, রাজকন্যা বাহির কর—পেচে আমার আসিয়াছে । আহা আহা, পেচোর। আমার যে রূপ,-রূপ নয়। তো নূপ,-নূপের গাঙ্গে নৃপ ভেস্যে যায়।” রাজা কি করেন, পেচোর সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। ( و ) বাসর ঘরে মন্ত্রিপুত্র পেচোরাজকন্যাকে সব কথা বলিলেন। শুনিয়া রাজকন্যানিঃশ্বাস ছাড়িয়া বঁচিলেন ; বলিলেন,-“আমার ভাই মণিমালাকে আটক করিয়া রাখিয়াছেন।” তখন মন্ত্রিপুত্র চুপি চুপি বলিলেন,-“আমি যা’ যা’ বলি মণিমালাকে চুপি চুপি এই সব কথা বলিও, আর এই জিনিষটি মণিমালার হাতে দিও।” বলিয়া মন্ত্রিপুত্র ফণীর মণিটি রাজকন্যার কাছে দিলেন । এক দিন, দুই দিন, তিন দিন গেল । চা’র দিনের দিনে, রাত পোহাইলে, মণিমালা বলিলেন,-“রাজপুত্র, আমার ব্ৰত শেষ হইয়াছে, আমি আজ বরণ-সাজে সাজিয়া নদীর জলে স্বান করিব। আমার সঙ্গে বাদ্য-ভাণ্ড দিও না, জন-জৌলুষ দিও না ; কেবল এক পেচো আর রাজকন্যা যাইবেন।” । অমনি রাজপুরী হইতে নদীর ঘাটে চাঁদােয়া পড়িল । মণিমালা, পেঁচােকে আর রাজকন্যাকে নিয়া বরণ-সাজে স্বান করিতে গেলেন t .\ ܠܝ ܠ ܐܝܠ সুান না। সুন। --জলে নামিয়াই মণিমালা বলিলেন,- 爱