পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--রূপ-তরাসী “মণি আমার, আমায় ভুলে’ কোথায় ছিলি ?” “বুড়ীর থলে।” “কোথায় এসে আবার মণি আমায় পেলি ?” “পেচোর গলে।” মণিমালা বলিলেন,- “আজি তবে ঢালু মণি, অগাধ জলে!” দেখিতে না-দেখিতে নদীর জল দু’ৰ্কাক হইল, পেচো আর রাজকন্যাকে নিয়া মণিমালা তাহার মধ্যে অদেখা হইয়া গেলেন। রাজপুত্র করেন—“হায়! হায়!” রাজা রাণী করেন--”হায় ! হায়!” মাথা খুড়িয়া বুড়ী মরিল, রাজ্য ভরিয়া কান্না উঠিল। ( . ) পিয়রের সাপ গুড়িসুড়ি, গায়ের সাপ ছাড়াছাড়ি,- রাজপুত্র চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন ।--তখন, মণির আলো মণির বাতি, চাক ঢোলে হাজার কাটী, রাজপুত্র, মন্ত্রিপুল, মণিমালা আর রাজকন্যাকে লইয়া আপন দেশে চলিয়া গেলেন । পাতালপুরীর সাপের রাজ্যের সকল সাপ বাতাস হইয়া উড়িয়া গেল !