পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐांडूबमा'न जूलि 浚 X শুনিয়া রাজা বলিলেন,-“মিথ্যা কথা।--তাহা হইবে না, রাণীর / বাপের দেশে হাসন চাপা নাটন কাটী, চিরণ দাতের চিকণ পাটি, আর বারো হাত কঁাকুড়ের তের হাত বিচি আছে, সেই সব তোমাকে আনিতে হইবে।” রাজা এক পত্ৰ দিয়া রাজপুত্ৰকে পাঠাইয়া দিলেন। ( . ) কি করিবেন, রাজপুত্ৰ চলিতে লাগিলেন। কোথায় সে হাসন চাপা নাটন কাটী, কোথায় বারো হাত কঁাকুড়ের তের হাত বিচি-কোথায় সে রাণীর বাপের দেশ ?-রাজপুত্ৰ ভাবিলেন‘হায়! রাক্ষসীর হাত হইতে কিসে এড়াই ? রাজপুত্ৰ, যেদিকে চক্ষু যায় চলিতে লাগিলেন। কত দিন কত রাত চলিতে চলিতে, এক জায়গায় আসিয়া রাজপুত্র দেখেন, এক মস্ত পুরী। রাজপুত্ৰ বলিলেন,-“আহা ! এত দিনে আশ্রয় পাইলাম।” পুরীর মধ্যে গিয়া, মানুষ জন কিছু দেখিতে পান নাখুজিতে খুজিতে এক ঘরে দেখেন, সোণার খাটে গা রূপার খাটে পা এক রাজকন্যা শুইয়া আছেন। রাজপুত্র ডাকাডাকি করিলেন-রাজকন্যা উঠিলেন না ! তখন রাজপুত্র দেখেন, বিছানার দুইদিকে দুইটি কাটী-শিয়রের কাটীটি রূপার, পায়ের দিকের কাটীটি সোণার। রাজপুত্র শিয়রের কাটী পায়ের দিকে নিলেন, পায়ের দিকের কাটী শিয়রে নিলেন? রাজকন্যা উঠিয়া বসিলেন -“কে আপনি --দেব না। দৈত্য, দানব না মানব,- Se