পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি [“মুণ্ডুটা চিবিয়া খাই লে।” ] আর মুণ্ডু খাওয়া ! রাজকন্যা বলিলেন,-“রাজপুত্ৰ, শীগগির সাপ কাটিয়া ফেল ?” বুকের উপর রাখিয়া তালপত্র খাড়া দিয়া রাজপুত্র সাপের | গলা কাটিয়া ফেলিলেন । এক ফোটা রক্তও পড়িতে দিলেন না । সব ফুরাইল, যত রাক্ষস পুকুর পাড়ে আসিতে আসিতেই মুণ্ডু খসিয়া পড়িয়া গেল। রাজপুত্র রাজকন্যা হাঁফ ছাড়িয়া ঘরে গেলেন কুঠরীতে হাসন চাঁপা নাটন কাটী, চিরণ দাঁতের চিকণ পাটি, সব রহিয়াছে, আর এক শুক পাখী ছটফট করিয়া চেচাইতেছে। সব লইয়া রাজপুত্র বলিলেন,-“রাজকন্যা, আমার দেশে চল ।” ※ Soዓ NIK