পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

美, ー5了iRマ了i&ー কুমোরেরও একটা নিরুণের বড় দরকার—বলিল, “তা, ভাই, দেখি, দেখি, তোমার নরুণটা কেমন ?” - পরখ করিতে করিতে নরুণটা মটৰ করিয়া ভাঙ্গিয়া গেল ; কুমোর বলিল,-“আঃ-হাঃ !” চটিয়া উঠিয়া শিয়াল বলিল,-“আজ্ঞে কুমারের পো, সেটি হবে না ! ভাল চাও তো আমার নরুণটি যোড়াইয়া দাও !” সে গায়ে কামার নাই। নিরুপায় হইয়া কুমোর বলিল,- “এখন কি করি ভাই, মাফ না করিলে যে গরীব মারা যায়!” শিয়াল বলিল,-“তবে একটি হাড়ী দাও!” [ তবে একটি হাড়ী দাও ] ২ ..." ○ কুমোর একটি হাঁড়ী দিয়া হাঁফ ছাড়িয়া বঁচিল । হাড়ী লইয়া শিয়াল আবার চলিতে লাগিল । চািট 浚 S