পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-biS SS यूशू। जांझें छूट्यू ( S) ঘূর্তি ক উত্তী, তার দুই স্ত্রী। দুই ভীতীবউর { দুই মেয়ে-সুখু আর দুখু। তঁাতী, বড় স্ত্রী { আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে ; বড় স্ত্রী বড় মেয়ে ঘর-সংসারের কূটাটুকু ছিড়িয়া দুইখানা করে না ; কেবল বসিয়া భానా বসিয়া খায় । দুখু আর তা’র মা সূতা কাটে, ঘর নিকোয় ; দিনান্তে চারটি চারটি ভাত পায়, আর, সকলের গঞ্জন সায় } একদিন তঁতী মরিয়া গেল। আমনি বড় তেঁাতীবউ তাতীর কড়িপাতি যা” ছিল সব লুকাইয়া ফেলিল, আপনি মেয়ে নিয়া দুখু আর দুখুর মাকে ভিন্ন করিয়া দিল। ܐ̄ܓܫܢ , সুখুর মা আজ হাটের বড়মাছের মুড়াটা আনে, কাল হাটের বড় লাউটা আনে ; রাধে, বাড়ে, সতীন, সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায় । * , ३२७