পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 ঠাকুরমা’র বুলি NIK পরদিন মতি আসিয়া দেখে,-গাধা ! মতি লম্বা গড়াগড়িআঙ্গিনার অৰ্দ্ধেক ধূলাই মতি, খাইয়া ফেলিল! এখন অমূনি বামুণের কাপড় কাচে-তারপর মতি— এ আশ্চৰ্য্য কথা আরো ঘটা ছটা দিয়েরটনা করিল। সব গাঁয়ে গাঁয়ে গিয়ে । छचन्, 码t西乙时有名可零可<f可C研可可西中一 ক্ৰমে এ কাহিনী রাজকণ-গোচর হয় । ( ( ) রাজকন্যার লক্ষ টাকার হার পাওয়া যায় না। কত জ্যোতিষ, কত পণ্ডিত আসিয়া হার মানিল । রুই কাৎলার আটকাট সবই কেবল মালসাট’-শেষে ডাক বামুণকে । ঢেঙ্গা ঢেঙ্গা পাইক, এ-ই। এ-ই। আশা-সোটা :-বামুণ ভাবেন “ভাল ভাল ছিলাম বোকা, কপালের না জানি লেখা’-খাড়ার স্থলে বাড়ি ছাগল কঁাপিতে কঁাপিতে বামুন রাজ-সভায় গেলেন । রাজার হুকুম “হার গণে” দিতে পার পাবে পুরস্কার,- নৈলে বামুণ শেষকালে বাস কারাগার ” ge') সিধা পত্র চুলোয় যাক, পূজা অৰ্চনা মাথায় থা’ক, ব্ৰাহ্মণ ৰলিলেন,-“মহারাজ, দু'দিন সময় চাই।” স্থলী ৷

  • “জ্ঞািচ্ছ।”

S8c