পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর 兹 ছোটরাণীর হাতের মাছ আঙ্গিনায় গড়াগড়ি গেল, চোকের জলে আঙ্গিনা ভাসিল । একটু পরে না-রাণী আসিলেন । তিনি বলিলেন, —“ওমা ! ওর জন্য কি তোরা কিছুই রাখিসূ নাই ? কেমন লো তোরা ! চল বোনু ছোটরাণী,শিল-নোড়াতে যদি একাধাটুকু লাগিয়া থাকে, | তাই তোকে, ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো, উহাতেই তোর : সোণার চাদ ছেলে হইবে।” অন্য রাণীরা বলিলেন,-“তা’ই তো, তা’ই তো, শিল-নোড়ায় আছে, তা’ই ধুইয়া দেও।” মনে মনে বলিলেন,-“শিল-ধোয়া জল খাইলে-সোণার চাদ না তো বানর চাদ ছেলে হইবে।” ছোটরাণী কঁদিয়া-কাটিয়া শিল-ধোয়া জলটুকুই খাইলেন। তারপর, না-রাণীতে ছোটরাণীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর-রাণীরা নানা কথা বলাবলি করিতে লাগিলেন। ( & ) দাগে মাস দশ দিন যায়, পাচ রাণীর পাঁচ ছেলে হইল। এক-এক ছেলে যেন, সোণা-র চা-দা ! ন-রাণীর আর ছোটরাণীর কি হইল ? বড়রাণীদের কথাই সত্য ; না-রাণীর পেটে এক পেচা আর ছোটরাণীর পেটে এক বানর হইল ! বড় রাণীদের ঘরের সামুনে ঢোল-ডগর বাজিয়া উঠিল । ন-রাণী আর ছোটরাণীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল । রাজা আর রাজ্যের সকলে আসিয়া, পাচ রাণীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। ন-রাণী,ছোটরাণীকে কেহ জিজ্ঞাসাও করিল না। ཉི་ 濒 * - VA