পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি বলতে না বলতে পৌণে আঙ্গুল’ কুড়ুল ঠকাঠক্‌ ! দেখিতে দেখিতে হাড় মড় করিয়া গাছ পড়িল । [ ঠকাঠকৃ] খোলসটি কিনা মস্ত বড় উচু ! হাঁ করিয়া খাড়া হইয়া রহিল। টানিয়া টুনিয়া ব্যাঙ বলিল,- “ভাই, এত করিলে অত করিলে, সব মিছা !” চক্ষের জলে ব্যাঙের বুক ভাসে। দেড় আঙ্গুলো’ বলিল,-“রও !” চাটুপটু ডালের উপর উঠিয়া চিৎ হইয়া, টিকিট খোলসের মুখে ঝুলাইয়া দিয়া বলিল,— “কুণোরাণি কুণোরাণি, জেগে আছ কি ? শক্ত করে’ ধরে’ উঠ, সিড়ি দিয়েছি টিকি ধরিয়া কুপোরাণী উঠিয়া আসিল ! ീ ബ 汤 RCIS