পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐाबूद्धमा'ज्ञ जूलि ※ š সাত দিন সাত রাত্রি ধরিয়া ময়ুরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি-পিছাড়ি করিল। শেষে, নৌকা আর থাকে না ; সব যায়-যায়! রাজপুত্রেরা বলিলেন,-“হায় ভাই, বুদ্ধ, ভাই থাকিলে আজি এখন রক্ষা করিত !” “হায় ভাই, ভূতুম, ভাই থাকিলে এখন রক্ষা করিত ” “কি ভাই, কি ভাই! কি চাই, কি চাই ?” বলিয়া বুদ্ধ, আর ভূতুম, তাহদের সুপারীর ডোঙ্গা ময়ুরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাধিয়া থুইয়া, রাজপুত্রদের কাছে আসিল। আর, মাঝিদিগে বলিল, “উত্তর দিকে পাল তুলিয়া দে।” দেখিতে-দেখিতে ময়ুরপঙ্খীগুলি সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল । নদীর জল যেন টলমল ছলছল করিতেছে। দুই পাড়ে আম-কঁাটালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম, কঁাটাল, খাইয়া, সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, “ময়ুরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে ? এ দুইটাকে জলে ফেলিয়া দে ” মাঝিরা বুদ্ধ, আর ভূতুমকে জলে ফেলিয়া দিল ; তাহদের সুপারীর ডোঙ্গা খুলিয়া চুড়িয়া ফেলিল। নদীর জলে ময়ুরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে-চলিতে এক জায়গায় আসিয়া পাঁচটি ময়ুরপঙ্খীই রাজপুত্র, মাল্লা, মাঝি, সব। লইয়া, ভুসূত্র করিয়া ডুবিয়া গেল। s SS আর তাহাদের কোনও চিহ্নই রহিল না। 该 80