পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর翠 NIK কতক্ষণ পর, বুদ্ধ, আর ভুতুমের ডোঙ্গা যে, সেইখানে আৗসল। বুদ্ধ, বলিল,-“দাদা ?” ভূতুম বলিল,-“কি ?” বুদ্ধ। —“আমার মন যেন কেমন-কেমন করে, এইখানে কি যেন কি হইয়াছে। এস তো, ডুব দিয়া, দেখি ” ভূতুম বলিল,—“হ’ক-গে ! ওরা মরিয়া গেলেই বঁচি । আমি ডুব-টুব দিতে পারিব না।” বুদ্ধ বলিল,-“ছি, ছি, অমন কথা বলিও না! তা, তুমি থাক ; এই আমার কোমরে সূতা বঁধিলাম, যতদিন সূতাতে টান না দিব, ততদিন যেন তুলিও না।” ভূতুম বলিল,—“আচ্ছা, তা’ পারি।” তখন বুদ্ধ, নদীর জলে ডুব দিল ; ভূতুম, সুতা ধরিয়া বসিয়া রহিল । ( S) যাইতে যাইতে বুদ্ধ পাতাল-পুরীতে গিয়া দেখিল, এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধ, সুড়ঙ্গ দিয়া, নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধ, দেখিল, এক যে-রাজপুরী -যেন ইন্দ্রপুরীর মত ! ܛܠܝܬܵܐ ܓ | কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই,কেবল এক একশ’ বাছুরে’ కెళ్లి একটি ছোট কঁথা সেলাই दूष्टी বুদ্ধকে দেখিয়াই হাতের কঁথা বুদ্ধবাজ গাযে চুড়িয়া মারিল। RV