পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরক-জয়ন্তী সংস্করণে །ག་གི་ཐོག་ཏུ་ག་ལ་ཟ། ། প্ৰকাশকের নিবেদন আপামর-সাধারণ আবালবৃদ্ধবনিতা বাঙ্গালীর চির আদরের বস্তু VI কথাসাহিত্য-সম্রাট দক্ষিণারঞ্জনের অপূৰ্ব সৃষ্টি, বাংলাসাহিত্যের গৌরব, “ঠাকুরমার বুলি’র হীরক-জয়ন্তী সংস্করণ প্রকাশিত হইল। আমাদের I গভীর পরিতাপ এই যে—অষ্টা তাহার সৃষ্টির এই পরিণত বয়ঃক্রম দেখিয়া যাইতে পারিলেন না । তথাপি, আমাদের ভরসা। এই যে, যদি স্বৰ্গে-মর্ত্যে কোন যোগাযোগ কোথাও থাকে তো, এই সংস্করণ প্ৰকাশিত হওয়াৰ বাৰ্ত্তা তাহার কাছে পৌছিবে এবং তিনি প্ৰসন্ন হান্তে আমাদেৰ আশীৰ্বাদ করিবেন। বৰ্ত্তমান সংস্করণ ধরিয়া এই গ্রন্থের মুদ্রণ সংখ্যা প্ৰায় লক্ষকপির মতো দ্বাড়াইল । ইহা বাঙ্গালীর পক্ষে যেমন গৌরবের কথা, তেমনি কিঞ্চিৎ আগৌরবেরও। গৌরবের বিষয় এই যে, অনেকগুলি নির্লজ্জ অনুকরণগ্ৰন্থ বাহির হওয়া সত্ত্বেও এই পরিমাণ প্রচার-সৌভাগ্যলাভ খুব কম। ংলা বইয়ের ভাগ্যেই ঘটিয়াছে। তবে বাংলাদেশের সীমিত ক্রয়ক্ষমতা সত্ত্বেও এ গ্রস্থের অধিকতর প্রচার হওয়া উচিত ছিল, সেদিক দিয়! জাতির কিছুটা অপ্ৰতিভ হওয়ারও কারণ আছে। ংলাদেশ তথা বাংলাসাহিত্যের আজ বড় দুৰ্দ্ধিন। চারিদিকে অভাব অভিযোগ, জীবনযাত্রার ব্যয় আকাশস্পশী আকার ধারণ করিয়াছে, আয়ের পথ চতুর্দিক হইতেই দিন দিন সঙ্কুচিত হইতেছে। পুস্তক প্রকাশন সম্পর্কিত নানা বস্তুরও অভাব, সেইজন্য গ্রন্থের অঙ্গ সৌষ্ঠব যতটা সুচারু করার ইচ্ছা ছিল, তাহার অনেক কিছুই করা গেল না। তজ্জন্য আমরা পাঠক-সাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি । ইতি-- 彭 桑 বনত ১লা ফান্থন, ১৬৭৬৷৷ ܵܠܘܠܪܘܼ ീ པས་ན་ཨ་ |- .