পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-দুধের সাগর※ š 领 রাণীরা বলিলেন,-“তবে তোমাকে কাটিয়া ফেলিব ।” ' রাজকন্যা বলিলেন, —“আমার একমাস ব্ৰত, একমাস পরে যাহা ইচ্ছা করিও ।” তাহাই ঠিক হইল। ( S8 ) ভূতুমের মা, বুদ্ধর মা, এতদিন কঁাদিয়া-কঁাদিয়া মর-মার। শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধ, ডাকিল,—“মা ।” আর একদিক হইতে ভূতুম, ডাকিল,—“মা ।” দীন-দুঃখিনী দুই মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন,- বুকের ধন হারামণি বুদ্ধ আসিয়াছে ! বুকের ধন হারামণি ভুতুম আসিয়াছে ! বুদ্ধৱ মা, ভূতুমের মা, পাগলের মত হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিলেন । বুদ্ধ, ভূতুমের চােকের জলে, তঁহাদের চোকের জলে, পৃথিবী ভাসিয়া গেল । বুদ্ধ, ভূতুম কুঁড়োয় গেল । পরদিন, সেই যে ঢোল-ডগর ছিল ? চিড়িয়াখানার বঁাদী, ঘুটে-কুড়ানী দাসীর কুঁড়ের কাছে, মস্ত হাট-বাজার বসিয়া গিয়াছে! দেখিয়া লোক অবাক হইয়া গেল। ** ** তাহার পরদিন, চিড়িয়াখানার বঁাদী, ঘুটে-কুড়ানী দাসীর 一 浚 G8