পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

※ ঠাকুরমার ঝুলি কুঁড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে ! দেখিয়া লোকেরা আশ্চৰ্য্যান্বিত হইয়া গেল । তাহার পরদিন, চিড়িয়াখানার বঁাদী, ঘুটে-কুড়ানী দাসীর কুঁড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে! দেখিয়া লোক সকল চমকিয়া গেল । সেই খবর যে, রাজার কাছে গেল । যাইতেই,সেইদিন কলাবতী রাজকন্যা বলিলেন,-“মহারাজ, আমার ব্ৰতের দিন শেষ হইরাছে ; আমাকে মারিবেন, কি, কাটিবেন, কাটুন।” শুনিয়া রাজার চোক ফুটিল।--রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন,-“মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছ, না-রাণীকে আর ছোটরাণীকে ঢোল-ডগর বাজাইয়া ঘরে আন ।” অমনি রাজপুরীর যত ঢাক ঢোল বাজিয়া উঠিল । কলাবতী রাজকন্যা, নূতন জলে স্নান, নূতন কাপড়ে পরিণ, ব্ৰতের ধানদূর্ব মাথায় গুজিয়া, দুই রাণীকে বরণ করিয়া আনিতে আপনি Cifri শুনিয়া, পাঁচরাণী ঘরে গিয়া খিল দিলেন। পাঁচ রাজপুত্ৰ ঘরে গিয়া কবাট দিলেন । :ീ ,"ം লক্ষ সিপাই লইয়া, ঢোল-ডগর বাজাইয়া নপ্রাণী zরাণীকে নিয়া কলাবর্তী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ, ভূতুম আসিয়া রাজাকে প্ৰণাম করিল। S. 浚