পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর,※ SIK পরদিন মহা ধুম-ধামে মেঘ-বরণ চুল কুঁচ-বরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধৱ বিবাহ হইল। আর-একদেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভূতুমের বিবাহ হইল। পাঁচ রাণীরা আর খিল খুলিলেন না। পাঁচ রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা পাঁচ রাণীর আর পাঁচ রাজপুত্রের ঘরের উপরে কঁাটা দিয়া, মাটি দিয়া, বুজাইয়া দিলেন। ক'দিন যায়। একদিন রাত্রে, বুদ্ধৱ ঘরে বুদ্ধ, ভূতুমের ঘরে ভূতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন,- একি ! হীরাবতীর ঘরে তো সোয়ামী নাই! কলাবতীর ঘরেও তো সোয়ামী নাই !—কি হইল, কি হইল ? দেথেন,-বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাখি ! “আঁ্য-দ্যাখ!—তবে তো এরা সত্যিকার বানর না, সত্যিকার। পেচা না!”-দুই বোনে ভাবেন —নানান খানান ভাবিয়া শেষে উকি দিয়া দেখেন-দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে, দেবতার পুত্রের মত সুন্দর - তখন, দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাখি বানরের ছাল প্ৰদীপের আগুনে পোড়াইরা ফেলিলেন । পোড়াতেই—গন্ধ ! .ہے গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন । ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন,-“সৰ্ব্বনাশ, সৰ্ব্বনাশ! এ কি করিলে --সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে § - - GVy