পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমার ঝুলি একখানে গিয়া রাজপুত্ৰ থমকিয়া গেলেন ! দেখেন, মস্ত আঙ্গিনা, আঙ্গিনা জুড়িয়া হাতী, ঘোড়া, সিপাই, লস্কর, দুয়ারী, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হঁক দিলেন। কেহ কথা কহিল না, কেহ তঁহার দিকে ফিরিয়া দেখিল না ! অবাকৃ হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখেন, কাতারে কাতারে সিপাই, লাস্কর, কাতারে কাতারে হাতী ঘোড়া সব পাথরের মুক্তি হইয়া রহিয়াছে। কাহারও চক্ষে পলক পড়ে না; কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চৰ্য্য হইয়া দাড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠরীতে গিয়া দেখেন, কুঠারীর মধ্যে কত রকমের ঢাল তরোয়াল, তীর ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মুত্তি, সিপাইরা পাথরের মুত্তি । রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন । আর এক কুঠরীতে গিয়া দেখেন, মস্ত রাজদরবার, রাজদরবারে সোণার প্রদীপে ঘিয়ের বাতি জ্বল জ্বল করিতেছে, চারিদিকে মণি-মাণিক্য ঝকঝাঁক্‌ করিতেছে। কিন্তু রাজ-সিংহাসনে । রাজা পাথরমুক্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরমুক্তি,পাত্ৰ মিত্র, ভাট বন্দী, সিপাই লস্কর যে যেখানে, সে সেখানে পাথরমুক্তি। কাহারও চক্ষে পলক নাই, কাহারও মুখে কথা নাই। ※ VS