পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর浚 ŞŇ রাণী গলা জলে নামিয়া ডুব দিলেন। দাসী চক্ষের পলকে রাণীর কাপড় পরিয়া, রাণীর গহনা গায়ে দিয়া ঘাটের উপর উঠিয়া ডাকিল,- “দাসী লো দাসী পান কৌ! ঘাটের উপর রাঙ্গা বৌ । * রাজার রাণী কঁকণমালা। — ডুব দিবি আর কত বেলা ?” রাণী ডুব দিয়া উঠিয়া দেখেন, দাসী রাণী হইয়াছে, তিনি বঁাদী হইয়াছেন। রাণী কপালে চড় মারিয়া, ভিজা চুলে। কঁাপিতে কঁাপিতে কঁাকণমালার সঙ্গে চলিলেন । ( . ) রাজপুরীতে গিয়া কঁকণমালা পুরী মাথায় করিল। মন্ত্রীকে বলে,-“আমি নাইয়া আসিতেছি, হাতী ঘোড়া সাজাও নাই কেন ?” পাত্ৰকে বলে,-“আমি নাইয়া আসিব, দোল-চৌদোলা পাঠাও নাই কেন ?” মন্ত্রীর, পাত্রের, গর্দান গেল । সকলে চমকিল, এ আবার কি ! -- ভয়ে কেহ কিছু বলিতে পারিল না । কঁকণমালা রাণী হইয়া বসিল, কাঞ্চনমালা দাসী হইয়া রহিলেন ! রাজা কিছুই জানিতে পারিলেন না। ( نه ) কাঞ্চনমালা আঁস্তাকুড়ে বসিয়া মাছ কোটেনআর কীদেন “হাতের কঁকণ দিয়া কিনিলাম দাসী, সেই হইল ।রাণী, আমি হইলাম বঁাদী। ६ 亥 a ※