পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি Sš কি বা পাপে সোণার রাজার রাজ্য গেল ছারকি বা পাপে ভাঙ্গিল কপাল কাঞ্চনমালার ?” * রাণী কঁদেন। আর চোকের জলে ভাসেন । রাজার কষ্টের সীমা নাই। গায়ে মাছি ভিনূভিানু, সুইচের জ্বালায় গা-মুখ চিনচিনা, কে বাতাস করে, কে বা ওষুধ দেয় ! ( . ) একদিন ক্ষার-কাপড় ধুইতে কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়াছেন। দেখেন, একজন মানুষ একরাশ সূতা লইয়া গাছতলায় বসিয়া বসিয়া বলিতেছে “পাই এক হাজার সূচ, তবে খাই তরমুজ! সুচ পেতাম পাঁচ-হাজার, তবে যেতাম। হাট-বাজার ! যদি পাই লাখতবে দেই রাজ্যপাট!” রাণী, শুনিয়া, আস্তে আস্তেগিয়াবলিলেন,-“কে বাছা সূচি চাও, আমি দিতে পারি। তা, সূচি কি তুমি তুলিতে পরিবে ?” জয়” । [ তবে খাই তরমুজ ! ] - এ শুনিয়া, মানুষটা |- š চাপ সূতার পুটুলী তুলিয়া রাণীর সঙ্গে চলিল।