পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর মানুষ বলিল,-“যদি সূতন, আমার খাও, কঁকণমালার নাকে যাও।” সূতার দুই গুটি গিয়া কঁকণমালার নাকে ঢিবি হইয়া বসিল। কঁকণমালা ব্যাস্তে-মস্তে ঘরে উঠিয়া বলিতে লাগিল,-“দুয়ার দাও, দুয়ার দাও, এটা পাগান, দাসী পাগন নিয়া আঁাসিয়াছে।” পাগল তখন মন্ত্র পড়িতেছে “সূতন সূতন, সরুলি, কোন দেশে ঘর ? সূচিরাজার সূচে গিয়ে আপনি পর।” দেখিতে-না-দেখিতে হিল হিল করিয়া লাখ সূতা রাজার গায়ের লাখ সূচে পরিয়া গেল । তখন সু চেরা বলিল,- “সূতার পরণ সৗলি-সীলি, কোন ফুড়ণ দি ?” মানুষ বলিল,- “নাগন দাসী কঁকণমালার চোক-মুখটি।” রাজার গায়ের লাখ সূচি উঠিয়া গেল, লাখ সূচে কঁকণমালার চোক-মুখ সিলাই করিয়া রহিল । কঁকণমালার যে ছট্‌ফট ! L রাজা চক্ষু চাহিয়া দেখেন, —রাখাল-বন্ধু! C রাজায় রাখালে কোলাকুলি করিলেন। রাজার চোকের জলে .ہ حمي রাখাল ভাসিল, রাখলের চোকের জলে রাজা ভাসিলেন । š s L St. 浚