পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন, অমনি পারুল ফুল চাঁপা-ফুলদিগকে ডাকিয়া বলিল,-

    "সাত ভাই চম্পা জাগ রে!"

চাঁপারা উত্তর দিল,-

    "কেন বোন্ পারুল ডাক রে?"

পারুল বলিল,-

    "রাজা আপনি এসেছেন,
    ফুল দিবে কি না দিবে?

চাঁপারা বলিল,-

    "না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর,
    আগে আসুক রাজার বড় রাণী
    তবে দিব ফুল।"

বলিয়া, চাঁপাফুলেরা আরও উঁচুতে উঠিল।

রাজা বড়রাণীকে ডাকাইলেন। বড়রাণী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিয়া গেল। চাঁপাফুলেরা বলিল,-

    "না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর,

    আগে আসুক রাজার মেজরাণী, তবে দিব ফুল।"

তাহার পর মেজরাণী আসিলেন, সেজরাণী আসিলেন, নরাণী আসিলেন, কনেরাণী আসিলেন, কেহই ফুল পাইলেন না। ফুলেরা গিয়া আকাশে তারার মত ফুটিয়া রহিল।

রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন।