পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি রাজার দুই রাণী, সুয়োরিাণী আর দুয়োরিাণী। সুয়োিরাণী যে, চুণাচুকু উন্ন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া, ঘর-কন্নায় ভাগ বঁাটিয়া সতীনকে একপাশ করিয়া দেয় । দুঃখে দুয়োরিাণীর দিন কাটে । সুয়োরিাণীর ছেলে-পিলে হয় না । দুয়োরিাণীর দুই ছেলে,-শীত আর বসন্ত । আহা, ছেলে নিয়া দুয়োরিাণীয় যে যন্ত্রণা। --রাজার রাজপুত্র, সৎ-মায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায় { একদিন নদীর ঘাটে সুান করিতে গিয়া সুয়োরিাণী দুয়োরাণীকে ডাকিয়া বলিল—“আয় তো, তোর মাথায় ক্ষার খৈল দিয়া দি ” ক্ষার খৈল দিতে দিতে সুয়োিরাণী চুপ করিয়া দুয়োরিাণীর মাথায় এক ওষুধের বাড়ী টিপিয়া দিল। দুঃখিনী দুয়োরিাণী টিয়া হইয়া “টি, টি” করিতে করিতে উড়িয়া গেল । ክ”(I ※