পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

涤一 S - রাজসিংহাসনে শীত আপন রাজ্য লইয়া, বনের বসন্ত আপনার বন লইয়া। ;-দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও মনে থাকিল না । ( . ) তিন রাত যাইতে-না-যাইতে সুয়োরিাণীর পাপে রাজার সিংহাসন কঁাপিয়া উঠিল ;-দিন যাইতে-না-যাইতে রাজার রাজ্য গোল, রাজপাট গেল । সকল হারাইয়া, খোয়াইয়া, রাজা আর সুয়োরিাণীর মুখ দেখিলেন না ; রাজা বনবাসে গেলেন । সুয়োরিাণীর যে, সাজা ! ছেলে তিনটা সঙ্গে, এক নেকড়া পরণে এক নেকড়া গায়ে, এ হুয়ারে যায়—“দুর, দূর ” ও হুয়ারে যায়-“ছেই, ছেই!” তিন ছেলে নিয়া সুয়োরিাণী চক্ষের জলে ভাসিয়া পথে সাথে ঘুরিতে লাগিলেন। ঘুরিতে ঘুরিতে সুয়োরিাণী সমুদ্রের কিনারে গেলেন ।--আর সাত সমুদ্রের ঢেউ আসিয়া চক্ষের পলকে সুয়োরিাণীর তিন ছেলেকে ভাসাইয়া নিয়া গেল ! সুয়োরিাণী কাদিয়া আকাশ ফাটাইল ; বুকে চাপড়, কপালে চাপড় দিয়া শোকে দুঃখে পাগল হইয়া, মাথায় পাষাণ মারিয়া সুয়োরিাণী সকল জ্বালা এড়াইল । সুয়োরিাণীর জন্য পিঁপড়াটিও কঁাদিল না, কুটাটুকুও নড়িল না। | —সাত সমুদ্রের স্কুল সাত দিনের পথে সরিয়া গেল।” কোথায় বা সুয়োরিাণী, কোথায় বা তিন ছেলে-কোথাও কিছুই রহিল না। ad