পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹 ঠাকুরীমা’শ্ন কুলি $ রাজকন্যা কৌটা খুলিয়া সোণার নূপুর বাহির করিয়া পায়ে, দিলেন। সোণার নুপুর রাজকন্যার পায়ে রুণু ঝুণু করিয়া বাজিয়া উঠিল ! রাজকন্যা বলিলেন,- “সোণার টিয়া, বলু তো আমার আর কি চাই ?” शि বলিল,— “সাজতো ভাল কন্যা, যদি ময়ুর পেখম পাই!” রাজকন্যা পেটরা আনিয়া ময়ুর পেখম শাড়ী খুলিয়া পরিলেন। শাড়ীর রঙে ঘর উজলা, শাড়ীর শোভায় রাজকন্যার মন উতল । মুখখানা ভার করিয়া টিয়া বলিল,— “রাজকন্যা, রাজকন্যা, কিসের গরব কর। ;- শতেক নাহর হীরার হার গলায় না পর !” রাজকন্যা শতেক নাহর হীরার হার গলায় দিলেন। শতেক নহরে শতেক হীরা ঝাকৃ-ঝকৃ করিরা উঠিল ! টিয়া বলিল,- “শতেক নাহর ছাই! নাকে ফুল কানো দুল, সিথির মাণিক চাই ।” . 69 ܟܐܢ. ܠ ܐ রাজকন্যা নাকে মোতির ফুলের নোলক পরিলেন; সিথিতে teyrn -- মণি-মাণিক্যের সিথি পরিলেন, "' { _ ۔۔۔۔۔۔۔۔ Sš i 浚 S