পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি Z لاسN রাজকন্যা বলিলেন,-“মা, আমার বড় ভয় করে, তুমি, পরী, না, দেবতা, এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে ?” রাণী বলিলেন,-“রাজকন্যা, শীত আমার ছেলে, গাজমোতি যে আনিয়াছে, সেই বসন্ত আমার ছেলে ।” শুনিয়া রাজকন্যা মাথা নামাইল । ( ১৩ } পরদিন রূপবতী রাজকন্যা শীতরাজাকে বলিয়া পাঠাইলেন, -“দুয়ার খুলিয়া দিন, গজমোতি যিনি আনিয়াছেন তঁাহাকে গিয়া বরণ করিব।” রাজা দুয়ার খুলিয়া দিলেন। বাদ্য-ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চ চৌদোলা শীতরাজার রাজ্যে পৌছিল । শীতরাজার রাজদুয়ায়ে ডঙ্কা বাজিল, রাজপুরীতে নিশান উড়িল,-রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিবেন। শীত বলিলেন,-“ভাই,আমি তোমাকে পাইয়াছি, রাজ্য নিয়া কি করিব ? রাজ্য তোমাকে দিলাম।” রাজপোষাক পরিয়া সোণার থালে গজমোতি রাখিয়া, বসন্ত, শীত, সকলে রাজসভায় বসিলেন। রাজকন্যার চৌদোলা রাজসভায় আসিল । চৌদোলায় রঙ,* বিরঙের আঁকেন, ময়ুরপাথার ঢাকনৃ ; ঢাকন খুলিতেই সকলে দেখে, ভিতরে এক যে স্বর্গের দেবী, রাজকন্যা রূপবতীকে কোলে করিয়া বসিয়া আছেন! *7© ब्रश्शानडा চুপ করিয়া গেল !