বিষয়বস্তুতে চলুন

পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ రి0 ] ৰিক অবস্থায় ষে পরিমাণে থাকে সেই পরিমাণে থাকা আবশ্যক । কিন্তু স্বাভাবিক অবস্থায় যে সমুদায় সল্টস প্রস্রাব মধ্যে থাকে, তাহাদিগের পরিমাণ ব্যতীত সিরমস্থ সল্টস সমুদায়ের সহিত অন্য কোন ভিন্নত না থাকায় এই বিষয় প্রমাণ করা অতি কঠিন । কাৰ্ব্বোনেট্রস • সলফেটস, ফসফেটস ক্লোরাইড অব সোডিয়ম পটাসিয়ম, লাইম, এবং ম্যাগনিসিয়া পৃথক২ পরিমাণে উভয় (অর্থাৎ প্রস্রাব ও সিরম ) মধ্যে প্রাপ্ত হওয়া যায়। আর প্রস্রাব মধ্যে এমত কতকগুলিন সল্টস থাকে, যাহা সিরমে অপ্রাপ্য ; কিন্তু সিরম মধ্যে এমত কোন সলট নাই যাহা প্রস্রাব মধ্যে প্রাপ্ত হওয়া যায় না । অতএব রসায়ণ বিদ্যাদ্ধারা প্রস্রব পরীক্ষা করিলে এই বিষয়ের কোন মীমাংস ৷ হইতে পারে না | র্যাহারা ম্যালুপিজিয়েন ক্যাপিলেরি মধ্যে রক্ত সঞ্চালনের অবরোধতা বশতঃ সেই রক্তের সিরম সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থ সমুদায় উক্ত ক্যাপিলেরিস, হইতে নিঃস্থত হইয়া য়্যালবুমেনের উৎপত্তি হয় বলিয়া থাকেন র্তাহ দিগের এই মত আমার বিবেচনায় অতিশয় অসন্তোষ জনক । যেহেতুক প্রথমতঃ ইহা অতিশয় ( Mechanical ) মিক্যানিকেল যা সামান্য । দ্বিতীয়তঃ এরূপে য়ণলব্যুমেনের উৎপত্তি হইলে ব্রাইটস, ডিজিজে রক্তের যে জলাংশের বৃদ্ধি দেখা যায়, তাহার স্বল্পত হওয়া আবশ্যক। কিন্তু তাহা ন হইয়। য়্যালবুমেন প্রস্রাব মধ্যে যতোধিক পরিমাণে থাকে, সেই পরিমাণে ঐ পীড়ায় রক্তের জলtংশের বৃদ্ধি হয় । , (Robin ) রবিন সাহেব য়্যাল্‌বুমেনের উৎপত্তি বিষয়ে নিম্নলিখিত মতাবলম্বন করিয়াছেন । তিনি বিবেচনা করেন যে স্বাভাবিক অবস্থায় য়্যালবুমেন এক হানিজনক পদার্থ স্বরূপ থাকিয়! তাহ নিশ্বাস প্রশ্বাস দ্বারা রক্ত মধ্যে ( Decompose ) ডিকম্পোজ অর্থাৎ পৃথক হইয়া যায় ; এবং তাহার অবশিষ্টাংশ ইউরিয়া ও