বিষয়বস্তুতে চলুন

পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8S J অল্পকালস্থায়ী য়্যালবুমেনোরিয়া যtহ লংসে রক্ত অবরোধ হওয়াতে কিডনির কঞ্জেশ্চন বশতঃ উৎপন্ন হয় ; যেমন নিউমোনিয়! ও কতকগুলিন হার্ট ডিজিজে দৃশ্য হয় ; (Gravid Uterus) গ্রাভিড ইউটরস্ অর্থাৎ গৱৰ্ণবস্থায় ইউটরসের বৃদ্ধি হেতু কিড্‌নি চাপিত হওয়াতে এবং খড়গোসের ইমলজেন্ট ভেইনস্ রন্ধন করিলে যে য়্যালবুমেনোরিয়া জন্মিয় থাকে ; তাহার য়্যাল্বুমেন যে অসম্পূর্ণ মণ্ডসেল সমুদায়ের সিকুশন প্রযুক্ত হইয়া থাকে তদ্বিষয়ে আপত্তি আছে। রক্ত সঞ্চালনের অবরোধতা প্রযুক্ত কিডনির সমুদায় রক্ত তন্মধ্যে অধিক কালস্থায়ী হওয়াতে ঐ য়্যালবুমেন, কথিত দৃষ্টান্ত সমুদায়ে প্রস্রাবের সহিত মিশ্রিত হয়। যদিচ এই সমুদায় য়্যালবুমেনোরিয়া অল্পস্থায়ী অর্থাৎ কিড্‌নি মধ্যে রক্ত সঞ্চালনের ব্যাঘাৎ দূরীভূত হইলেই তাহ অদৃশ্য হয়, তথাপি ঐ অল্পকাল স্থায়ী রক্ত অবরোধতা হেতু গ্লাণ্ড সেল সমুদায়ের স্বাভাবিক বৃদ্ধির ব্যতিক্রম জন্মায়। যখন কোন যন্ত্র মধ্যে রক্তের গতির অবরোধ ( এবং যদ্যপি ঐ অবরোধ কিয়ৎকাল স্থায়ী ) হয়, তখন তাহার ক্রিয়া, সিকৃশন, নিউটশন এবং গ্লাগু সেলসের বৃদ্ধির ব্যতিক্রম জন্মায়। প্রিন্সিপল অব টি টমেন্ট অর্থাৎ চিকিৎসার প্রণালী। ইহ সপ্রমাণ করা হইয়াছে যে এই ব্যাধি কেবল কিড্‌নিতে আবদ্ধ না থাকিয়া অন্যান্য যন্ত্রেরও বিকৃতি উদ্ভব করে । এই রোগের প্রথমাবস্থায় কেবল কিডনির এবং প্রস্রাবের উপর সকলেই অতিশয় মনোনিবেশ করিয়৷ থাকেন, এবং যদিচ তাহার সহিত সাৰ্ব্বাঙ্গিক অস্বচ্ছন্দতা দৃশ্য হয় তথাপি তাহ অগ্রাহ করিয়া