বিষয়বস্তুতে চলুন

পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ && I হার্টের বাম পাশ্বের পীড়া বশতঃ যে ভূপসী উৎপন্ন হয়, তাহার লক্ষণ সমুদায়ও উক্ত রূপে দৃষ্ট হয়, ইহাকে (cardiac Drowsy ) কার্ডিয়েক ভূপৃসী বলা যায় । আপাততঃ অন্য কোন পীড়ার পরিণামে যে হার্ট ডিজিজ এবং তদামুসঙ্গিক ভূপসী উৎপন্ন হয়, তাহার একটা উদাহরণ নিম্নে লিখিলাম । এক অৰ্দ্ধ বয়স্ক ব্যক্তি বহুদিবসাবধি পুরাতন কণশ রোগাক্রান্ত হওয়াতে কখন কখন তাহার নিশ্বাস প্রশ্বাসের কঠিনতার বৃদ্ধির সহিত স্বল্প কিম্বা অধিক পরিমাণে গয়ার নিঃসৃত হয় । ক্রমে শারীরিক স্বচ্ছন্দতার হ্রাস, পদদ্বয় স্ফীত এবং শরীরস্থ সমস্ত ক্রিয়ার চতুরতা বিনষ্ট হয়, ভূপসীর বৃদ্ধি হওয়াতে অন্যান্য আর্টরির মুখের অব টাকশন বা প্রতিবন্ধকত। ব্যক্ত করে, ইহাকে পলিমেনিক অবষ্ট্রাকশন কহে । ৫ ম । যখন ডায়েষ্টলিক মারমার লেফট এপেকসে স্পষ্টরূপে শ্ৰুত হইয়। তৎস্থানীয় লিষ্টলিক মারমার যে যে স্থানে প্রাপ্ত হওয়া যায় ( তাহfর ন্যায় কিন্তু অপাংশে ) সেই সেই স্থানে শ্রুত হয়, তখন মাইটে ল অরিফিসের সঙ্কেIচত। ব্যক্ত করে। ইহাকে মাইটে ল অব টাকশন কহে । ৬ $ । যখন ডায়াষ্টলিক মারমার অন্সিফারম কাটিলেজের উপর স্পষ্টরূপে শ্ৰুত হওয়া যায় আর লেফট এপেকসে অতি মৃদু এবং বেস বা মূল দেশে অশ্রুত থাকে, তখন টু ইকস পিড অবস্ট্রাকশন ব্যক্ত করে । ৭ম । যখন ডায়াষ্টলিক মারমার ষ্টলমের মধ্য স্থানে অর্থাৎ থাড - ইন্টার স্পেস ব। দ্বিতীয় ও তৃতীয় পাশ্বাস্থির ব্যবধায়ক স্থানের সম্মুখে উত্তম রূপে শ্রত হইয়। তৎস্থানীয় সিষ্টলিক মৰুর মারের ন্যায় অন্যান্য স্থানে ক্রত হয়, তখন এওয়াটিক বিগাজিটেশন ব্যক্ত করে । to ৮ম । পশুদিগের পলমেনিরি ভেসলস পরীক্ষা করিয়া দেখিলে ( মৃদু ও বহুক্ষণ স্থায়ী ) যে এক ভায়েষ্টলিক মারমার ষ্টর্ণমের বাম পার্শ্বে ও রাইট ভেন্টিকলের দিগে শ্রত হয়, তাহ পালমোনেরি ভ্যালবসের রিগার্জিষ্ট্রেশন ব্যক্ত করে । এই রোগ মনুষ্য মধ্যে অতি দুল্ল ভ । ( অনুবাদক ; b'