বিষয়বস্তুতে চলুন

পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ d१ ] করিলে উদরাধান হইয়া নিশ্বাস প্রশ্বাসের কঠিনতার বৃদ্ধি হয় এবং তন্নিমিত্তই রোগী আহারে অনিচ্ছ কথাকে। Tহার্টের দক্ষিণ পাশ্বের ( Dilatation ) ডাইলিটেশন প্রযুক্ত যে ডুপসি হয়, তাহার লক্ষণদি উক্তরূপে দৃশ্য হয় ; কিন্তু এই অবস্থায় হার্ট কেবল অন্য কোন পীড়া বশতই ব্যাধিগ্রস্ত হইয়। থাকে । প্রথম উপমাটিতে লক্ষণ সমুদায় যেরূপ লিখিত হইল তাহ হৃদপিণ্ডের বাম পাশ্বের ভ্যালব সমুদায়ের বিকৃতি বশতঃই হইয়া থাকে । হার্টের দক্ষিণ পাশ্বের পেশীময় প্রাচীর এবং তাহার গহ্বর দ্বয়ের বৃদ্ধি কিম্বা হ্রাস প্রযুক্ত যে লক্ষণ সমুদায় দৃশ্য হয়, তাহ দ্বিতীয় উপমাটীতে লিখিত হইল । উভয়ের মধ্যে বিভিন্নতা এই যে প্রথমস্থ ব্যাধি সমুদায় ( Rheumatic Inflammation ) fāētnför ইনফ্লুমেশন প্রযুক্ত, দ্বিতীয় বহুকাল স্থায়ী (Pulmonary Disorder) witHotcalf, foota বা কণশ রোগ হইতে উদ্ভব হয় । একিউট রিউমেটিজম বশতঃ অধিকাংশ রোগীদিগের মধ্যে হার্টের বাম পাশ্বস্থিত ভ্যালব সকল বিকৃতি প্রাপ্ত হয় কিন্তু এইরূপ পীড়িত ব্যক্তিদিগের অত্যন্ত্র অংশই ভূপসী রোগাক্রান্ত হওয়া অতি আশ্চর্যের বিষয়। অধিকাংশ রোগীদিগের এই রূপ অসম্পূর্ণ মাইটেল ভ্যাল্ব থাকাতেও মধ্যবিত শারীরিক স্বচ্ছন্দত সম্ভোগ করতঃ বহুকাল পর্য্যন্ত জীবিত থাকে । কেবল অতিশয় শারীরিক পরিশ্রম এবং দ্রুত গমন ইত্যাদিতে অশক্ত ! যে পরিমাণে মাইটেল ভ্যালব পীড়াগ্রস্ত হয়, তদনুযায়ী লংসের ক্রিয়ার বৈলক্ষণ্য হইবে । ইহা ব্যতীত রিউমেটিক ইনফুমেশন বশতঃ উক্ত ভ্যালবে যে ফাইব্রিন সংস্থিত হয় তাহার পরিবর্তন হইয়|” ইহার বিশেষ বৈলক্ষণা হয় । অর্থাৎ যখন ফাইব্রিন