... [ &b. 1 সংস্থিত হইয়া ভালবকে কেবল স্থল অথবা তাহার কিনার কর্কশ করে তখন অত্যন্স রিগাজিটেশন বা রক্ত প্রত্যাগমন হইয়া লংসের ক্রিয়ার অল্প বৈলক্ষণ্য হয় । কিন্তু যখন মাইটেল এবং এওয়াল্টক ভ্যালব উভয়ই পীড়াগ্রস্ত হয় এবং যখন এওয়ার্টিক অবষ্ট্রাকশন ও এওয়ার্টিক এবং মাইটেল রিগাজিটেশন হয়, তখন লংসের ক্রিয়ার অধিক’বৈলক্ষণ্য হইয়া থাকে। ঐ সংস্থিত ফাইব্রিনের বিশেষ পরিবর্তন বশতঃ কেবল কতকগুলিন রোগীরই প্রাণ নষ্ট হয়। - * , এ পর্য্যন্ত ঐ ফাইব্রিন সংস্থিত হইবার কারণ এই বলা হইত যে, ইনফুমেশন বশতঃ রক্ত মধ্যে ফাইব্ৰিণ অধিক হওয়ায় তাহ ক্যাপিলেরি ভেসলস হইতে নিঃস্থত হইয়া এণ্ড কার্ডিয়মের সিরস কোট হইতে সামান্য রূপে বহিষ্কৃত হওনান্তর ভ্যালাসের উপর জমিয়া যায়। কিন্তু ভির্কে সাহেব নিঃসন্দেহ রূপে বলিয়াছেন ষে ফাইব্ৰিণ কখন এই রূপে নিঃস্থত হইয়া জমিত হয় না বরং এণ্ডকাডিয়েল মেস্তুে,ণস্থ সেল সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থ সমুদায় তাহাদিগের গঠনোপযোগী দ্রব্যাদি অধিক পরিমাণে আহরণ করতঃ ক্রমে স্ফীত হইয়া অবশেষে কর্কশ হয়, এবং তদ্বারা ভ্যালবের সরলতা বিনষ্ট করে । মাইক্রসকোপের দ্বারা ইহা মুতন অবস্থায় দৃষ্ট করিলে যে ফাইবিন মাংসের ন্যায় দৃষ্ট হয় তাহা হইতে ইহার আকারের ভিন্নতা দেখা যাইবেক । ইহা ফিরিফরম অর্থাৎ সুত্র বিশিষ্ট এবং তরঙ্গের ন্যায় পংক্তিতে শ্রেণীবদ্ধ ও তন্মধ্যে অধিক কিম্বা অল্প পরিমাণে অফুর বিশিষ্ট পদার্থ থাকে। এই সংস্থিত ফাইব্রিনের নিম্নলিখিত রূপে পরিবর্তন হয় । কতকগুলিন রোগীদিগের মধ্যে এই পীড়া অতিশয় বৃদ্ধি হইলে উক্ত"ডোর বিশিষ্ট ফাইব্ৰিণ কোমল হইয়া ভগ্ন হয় এবং ভ্যালবস্ হইতে পতিত হইয় শোণিতের সহিত মিশ্রিত হওতঃ “অতি
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৮৫
অবয়ব