পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ७ ] অবশেষে যে মহাদুভবের আশ্রয়ে নিশ্চিন্ত মনে এই গ্রন্থ রচনা করিতে সমর্থ হইয়াছি, যিনি সৰ্ব্বদা আমাকে এই কার্য্যের জন্ত উৎসাহ প্রদান করিয়া থাকেন, বিক্রমপুরের কৃতি স্থসন্তান সেই স্বনামপ্রসিদ্ধ বান্নিষ্টার পুঙ্গব ঐযুক্ত ভুবন মোহন চট্টোপাধ্যায় মহাশয়কে শ্রদ্ধাবনত হৃদরের কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। উপসংহারে বক্তব্য এই যে, গ্রন্থ মধ্যে এই অকৃতি দীন লেখকের বহু ক্রট বিচ্যুতি থাকিবারই সম্ভাবনা ; মুদ্রাকর প্রমাদ ও যথেষ্ট রহিয়াছে। সুতরাং দয়া করির কেহ কোনও ভ্রম দর্শাইলে তাহা সাদরে গৃহীত হইতে । ইতি। দক্ষিণ বিক্রমপুর 6यांव-न१ब्र । cशाः ॐनैौ । মহালয়, ২১শে আশ্বিন ১৩২২ বঙ্গাব্দ । | ঐযতীন্দ্রমোহন রায় ।