পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bーネ ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । মৃত হইলে বা কনিষ্ঠ কর্তৃক রাজচ্যুত হইলে কনিষ্ঠের বা তদ্বংশীয় গণের রাজ্যকালীন উৎকীর্ণ লিপিতে জ্যেষ্ঠের নাম পাওয়া যায় না (১)। “ষষ্ঠ শতাব্দীর শেষভাগে, স্থানীশ্বরের ( থানেশ্বরের ) অধিপতি প্রভাকর বর্দ্ধন উত্তর পথের পশ্চিম ভাগে স্বীয় প্রাধান্ত স্থাপন এবং “মহারাজাধিরাজ” উপাধি গ্রহণ করিয়াছিলেন। ৬৯৫ খৃষ্টাৰে প্রভাকর বর্দ্ধন সহসা কালগ্রাসে পতিত হইলে, উত্তরাপথের সাৰ্ব্বভৌম নৃপতির পদলাভের জন্য ভীষণ সমরানল প্রজ্জ্বলিত হইয়াছিল। প্রভাকর বৰ্দ্ধনের জামাতা মৌখরী গ্রহবৰ্ম্ম পাঞ্চলের রাজধানী কান্তকুজের সিংহাসনে অধিরূঢ় ছিলেন। প্রভাকর বন্ধনের মৃত্যুসংবাদ প্রচারিত হইবামাত্র, মালব হইতে দেবগুপ্ত (?) সসৈন্তে কান্তকুজাভিমুখে ধাবিত হইয়াছিলেন। মালবরাজ কান্তকুঞ্জে উপনীত হইয়া, যুদ্ধে গ্রহবৰ্ম্মাকে নিহত এবং রাজপুরী অধিকৃত করিয়া, তদীয়ুপত্নী, স্থানীশ্বর রাজস্থাহিত রাজ্যত্রকে, লৌহগৃঙ্খলাবদ্ধ চরণে কারাগারে নিক্ষেপ করিয়া স্থানীশ্বর অভিমুখে যাত্রা করিতে উদ্যত হইয়াছিলেন। এই দুঃসংবাদ পাইবামাত্র, প্রভাকর বদ্ধনের জ্যেষ্ঠ পুত্র রাজ্য বৰ্দ্ধন দশসহস্ৰ অশ্বারোহী লইয়া, মালব-রাজের বিরুদ্ধে যুদ্ধ-যাত্রা করিয়া, সহজেই মালব সৈন্তের পরাভব সাধন করিতে সমর্থ হইয়াছিলেন। কিন্তু এই বিজয়ের শ্রান্তিদূর হইতে না হইতেই, ভগিনীর কারামোচনের পূৰ্ব্বেই, তিনি প্রবলতর প্রতিদ্বদ্বার সম্মুখীন হইয়াছিলেন। এই অভিনব প্রতিদ্বন্ধী গোঁড়াধিপ শশাঙ্ক । “যিনি স্বীয় রাজধানী কর্ণসুবর্ণ হইতে কান্তকুজ জয়ার্থ যাত্রা করিতে সাহসী হইয়াছিলেন, তিনি যে পূৰ্ব্বেই বঙ্গ অধিকার করিয়াছিলেন, তাহ নিঃসন্দেহে অনুমান করা যাইতে পারে” (২ )। ( ১ ) প্রবাসী কাৰ্ত্তিক ১৩১৯ । (২) গৌড় রাজ মালা ৬-৭ পৃষ্ঠা