পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢व ज: ] আদিশূর। ፭)ፃ বেঙ্গ গর্ডের ৬ষ্ঠ পুত্র বশিষ্ঠ ৰাসের জন্ত সিদ্ধল গ্রাম প্রাপ্ত হুইয়াছিলেন এবং তাহা হইতেই সিদ্ধল গাইর উৎপত্তি হইয়াছে বলিয়া কুলগ্রন্থাদিতে উল্লিখিত হইয়াছে। সিদ্ধল গ্রামী বলিয়া পরিচিত করিলেই সেই বংশ যে বেদগৰ্ভাষ্মজ বশিষ্ঠের জনস্তুর-বংশ, তদ্বিষয়ে কোনও সন্দেহ থাকে না। এ জন্তই গৌড় নৃপতি হইতে হস্তিনীভট্ট গ্রাম প্রাপ্ত হইলেও ] ভুবনেশ্বর প্রশস্তিতে এই বংশকে সিন্ধল গ্রামী বলিয়াই পরিচিত কল্প হইয়াছে। প্রশস্তি রচয়িত বাচস্পত্তি লিখিয়াছেন – “সাবর্ণত মুনেমহীয়সিকুলে যে যজ্ঞিরে শ্রোত্ৰীয়া ন্তেৰাং শাসনভূষয়োছজনি গ্রহংগ্রামাঃ শতং সত্ততে। জার্ধ্যাবর্তভুষাংৰিভূষণমিহখ্যাতন্তু সৰ্ব্বাগ্রিমে গ্রামঃ সিদ্ধল এক কেবল মলঙ্কারোহস্তি রাঢ়াশ্রিযুঃ” ॥ অর্থাৎ, “সাৰণ মুনির জুমহান বংশে যে সকল শ্রোত্রিয়-ব্রাহ্মণ জন্মগ্রহণ করেন, তাহাদিগের সত্তান-সন্ততিগণ রাজপ্রদত্ত একশত খানি গ্রামেই বাস করিতেন। তন্মধ্যে আধাবৰ্ত্ত ভূমির ভূষণ স্বরূপ সিদ্ধল গ্রামই সমুদয় গ্রামের শ্রেষ্ঠ এবং সৰ্ব্বদা বিখ্যাত রাঢ়াত্রর অলঙ্কার স্বরূপে বর্তমান।” এস্থলে সিদ্ধল গ্রামের উল্লেখ থাকায় ভবদেব যে বেদগৰ্ভৰংশসস্তুত তাহা স্পষ্টই স্বচিত হইতেছে, আদিশূরের নামোল্লেখ করিয়া বংশ-পরিচয় বিবৃতি করিষার কোনই প্রয়োজনীয়তা নাই। সুতরাং ভবদেব ভট্টের কুলপ্রশক্তি হইতে গৌড়রাজমালার লেখক মহাশয় ৰে সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, তাহ সমীচীন বলির মনে হয় না। পক্ষাগুয়ে, ভৰদেৰ জননী সাজক দেৰী বদ্যঘটী বংশোদ্ভব ছিলেন বলিয়া প্রশস্তিতে উক্ত হইয়াছে (১)। স্বতরাং ৰক্ষাধিপতি হরিবর্শ্ব দেবের পূর্বেই (১) “বঙ্গ্যাং ৰক্ষাৰীয়স্থ ব্ৰক্ষণঃপ্রস্তাং হুতাং । जीमि। इ१ि (Gौ५ ग्रं बिभौडषांनू” ॥