পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূরের আবির্ভাবকাল। Sea হইতে অবগত হওয়াৰায় যে, যে পাঁচজন ব্রাহ্মণ আদিশূর কর্তৃক বদদেশে আনীত হইয়াছিলেন, মহারাজ বল্লালসেনের সময়ে তাহাদেরই অধস্তন ৮ম হইত্তে ১৫শ পুরুষ পৰ্য্যন্ত গত হইয়াছিল। সুতরাং বল্লাল সেনের সময়কে আদিশূরানীত ব্রাহ্মণ গণের কাল হইতে গড়পড়তায় ১২১৩ পুরুষের কাল বলা যাইতে পারে। প্রতি পুরুৰে আদিশূরের ৩ বৎসর ধরিয়া লইলে আদিশূর বালসেনের আবির্ভাবকাল ৩৯ বৎসর পূৰ্ব্বে বর্তমান ছিলেন এরূপ অন্নমান করা যাইতে পারে। ১১১১ খৃষ্টান্ধ হইতে লক্ষ্মণান্ধ আরম্ভ হয়। স্বতরাং ১১১১–৩১• = ৭২৯ খৃষ্টাব্দে আদিশূরের আনুমানিক জাবির্ভাব কাল নির্দেশিত হইতে পারে। চতুর্ভূজের হরিচরিত কাব্য হইতে জানা যায় যে, বরেজ ডুমে করুঞ্জ নামে এক শ্রেষ্ঠ গ্রাম আছে, এখানে শ্রুতি স্মৃতি পুরাণ কুশল ব্রাহ্মণগণ বাস করিতেন । এই গ্রামে বিপ্রবর স্বর্ণরেখ জন্মগ্রহণ করেন । রাজা ধৰ্ম্মপালের নিকট হইতে তিনি উক্ত গ্রাম খানি প্রাপ্ত হইয়াছিলেন ( ১ ) । এই ধৰ্ম্মপাল গৌড়ীয় পালবংশীয় ধৰ্ম্মপালের প্রায় ২•• বৎসর পরে আবিভূর্ত হইয়াছিলেন। বারেজ ব্রাহ্মণ দিগের কুলগ্রন্থ, চতুভূজ বিরচিত হরি চরিত কাব্য এবং রাজেন্দ্র চোলের তিরুমলয় লিপিতে ইংর অস্তিত্ব অবগত হওয়া যায়। স্বতরাং তিনি যে ১৯২৪ খৃষ্টাঙ্কের পূর্বে আবির্ভূত হইয়াছিলেন তৰিয়ে সন্দেহ নাই (২)। ৰাজে এবং তাছার প্রপিতামহ মধাদেশ বিনির্গত বলিয়। কথিত হইয়াছেন । ভোজ বর্খার বেলাব লিপির প্রক্তিগ্রহ কর্তা সাৰণ গোত্রীর ছিলেন এবং তাছার প্রপিতামহ মধাদেশ নিৰ্গত বলিয়া উল্লিখিত হইয়াছেন। (১) হরিচয়িত্ত কাবা ১৩শ অধ্যায় । (*) South Indiam inscriptions Vol. III,