পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}}e ঢাকার ইতিহাস । [१झ ं७ ।। উক্ত কান্তকুজাধিপতি বশোবর্ষদেবের রাজসভা সমলস্কৃত করিয়াছিলেন। ইহার অব্যবহিত পূৰ্ব্ব হইতেই স্বপ্রসিদ্ধ কুমারিল ভট্ট ও শঙ্করাচাৰ্য্য কর্তৃক সমগ্র ভারতে ব্রাহ্মণ্যধৰ্ম্ম পুনঃ প্রতিষ্ঠার আয়োজন চলিতেছিল। কুমারিল-শিষ্য রাজকৰি ভবভূতিও যে ভারতব্যাপী এই আন্দোলনে স্বীয় গুরুর সহায়ক হইয়াছিলেন, তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই (১)। স্বতরাং কান্তকুজের অনতিদূরবর্তী বঙ্গদেশে ব্রাহ্মণ্যধর্মের প্রতিষ্ঠানকল্পে ভবভূতি-নিয়ন্ত্রিত যশোবর্ষদেৰ ষে আদিশূরের সাহায্য করিয়া থাকিবেন তাহাতে আর আশ্চর্য্যের বিষয় কি ? অতএব মনে হয়, আদিশূর কর্তৃক কান্তকুজ হইতে বঙ্গে বেদজ্ঞ ব্রাহ্মণানয়ন-প্রসঙ্গ কুলাচাৰ্য্যগণের উর্বর মস্তিষ্ক প্রস্থত অসার কল্পনা মাত্র নহে* (২) । কিন্তু পূজ্যপাদ শাস্ত্রী মহাশয়ও প্রত্যক্ষ প্রমাণের অভাবে কল্পনার আশ্রয়ই গ্রেহণ করিয়াছেন । অষ্টম শতাব্দীর প্রথম পাদে যশোৰ নামক একজন নৃপতি কান্তকুজের সিংহাসন অধিকার করিয়া মহারাজ হর্ষবৰ্দ্ধনের রাজধানীর প্ৰণষ্ট গৌরব পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হইয়াছিলেন। যশোবর্ষার দিগ্বিজয় কাহিনী তদীয় সম্ভ কৰি বাকৃপতিরাজ কর্তৃক গউড় বহে৷” নামক প্রাকৃত ভাষায় রচিত কাব্যে বর্ণিত হইয়াছে। তাহাতে লিখিত আছে, “যশোবর্ঘ পলায়নপর "মঙ্গহ নাহ" বা মগধ নাথকে নিহত করিয়া, দাঙ্ক চিনির জগন্ধে পরিপূর্ণ সমুদ্রতীরস্থিত বঙ্গরাজ্যে উপনীত হইলে, অসংখ্য হস্তীর অধিনায়ক বঙ্গেশ্বর যুদ্ধে পরাজিত হইয়া বিজেতার (১) মালতী মাধবে পরিব্রাজিক কামন্দকীর কার্য্যকলাপ দ্বারা বৌদ্ধ সমাজের ভগ্নাবস্থা চিত্রিত করা হইয়াছে। বীর চরিত এবং উত্তর চরিতে বৈদিক মার্গ প্রবর্তনের চেষ্ট্র স্পষ্ট প্রতিভাত্ত হয় । (R) Journal of the Asiatic Society of Bengal, 1912. Page 348.