পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূর ও জয়ন্ত । R বস্তুতঃ রাজতরঙ্গিণী-রচয়িতা অলৌকিক উপাখ্যান ও গল্প সমূহ বিচার পূর্বক গ্রহণ করেন নাই, অকপট ভাবেই উহাতে আস্থ স্থাপন করিয়াছেন। পরম্পরাগত প্রাচীন ও প্রবল কিম্বদন্তী এবং বিচিত্র ও পৌরাণিক উপকথা ওতপ্রোত ভাবে আমাদের দেশের প্রাচীন ইতিহাসের সঙ্গে বিজড়িত রহিয়াছে সন্দেহ নাই। সেজন্তই এই সমুদয় ৰিষয় অতি বৃক্ষভাবে বিচার করিয়া ইতিহাসের সহিত গ্রথিত করা জাবগুক। কিন্তু কহ্লন মিশ্র উপাখ্যান বা কিম্বদন্তীতে আধুমাত্রও অৰিশ্বাসের রেখা এাত করেন নাই। স্বপ্রসিদ্ধ ঐতিহাসিক ভিন্সেণ্ট স্মিথ জয়াপীড়ের গোঁও বৰ্দ্ধন নগরে অথবা গৌড়দেশে আগমনের কথা কাল্পনিক বলিয়া মনে করেন। (১) ষ্টাইন সাহেব ও জয়াপীড়ের গৌড়বিজয় কাহিনীকে ঐতিহাসিক সত্য বলিয়া গ্রহণ করিতে স্বীকৃত হন नहेि। (s) কস্তানের মতে কাশ্মীর রাজ জয়াপীড় ৭৫১ খৃষ্টাব্দে গ্রাহভূত হইয়ছিলেন। কিন্তু রাজ-তরঙ্গিণীর অনুবাদক ষ্টাইন সাহেব উই নির্ভূল বলিয়া মনে করেন না। তিনি এতদ্বিষয়ে বহু পৰ্য্যালোচনা করিয়া প্রমাণ করিয়াছেন যে, জয়াপীড় অষ্টম শতাব্দীর শেষ ভাগে ৭৭২—৭৮০ ইষ্টাৰে সিংহাসনে আরোহণ করেন। সুতরাং জয়ন্ত-কাহিনীকে সত্য বলিয়া গ্রহণ করিলেও পৌণ্ডবৰ্দ্ধনাধিপতি জয়ন্তকে অষ্টম শতাব্দীর শেষ ভাগেই স্থাপিত করিতে হয়। জয়াপীড়ের গোঁও বর্ধনে আগমনের পূৰ্ব্বে তিনি একজন সামান্য নরপতি ছিলেন । তাহার ক্ষমতার দৌড় এই পৰ্য্যন্ত যে তিনি রাজধানী হইতে ব্যাঙ্গ-তীতি দূর করিতেও সমর্থ হন নাই। (9) V. A. Smiths Early History of India 3rd. E. D. Pages 375ー376. (8) Chronicles of the kings of Kashmere Vol I Page 94,