পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূর ও জয়ন্ত। ১২৩ “মাৎস্ত-স্থায়” বিদূরিত করিবার জন্ত গোঁড়ায় প্রকৃতি-পুঞ্জ বপ্লট তনয় গোপালদেবকে ৭৮০ খ্ৰীষ্টাব্দ মধ্যে গৌড়ের সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়াছিল। সুতরাং ৭৭২—৭৮ খৃষ্টাব্দে জাগীড়ের পৌণ্ডবন্ধনে আগমন এবং তৎকর্তৃক পঞ্চগৌড়াধিপগণের () পরাজয়ের কাহিনী কিরূপে সমর্থিত হইতে পারে? কাশ্মীর-রাজ ললিতাদিত্য ৭২৩—৭৬০ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন বলিয়া জান যায় ; তৎপরে কুবলয়াপীড় ১ বৎসর, বঙ্গাদিত্য ৭ বৎসর, পূখীব্যাপীড় ৪ বৎসর, সংগ্রামপীড় ৭ দিবস এবং তৎপরে জয়াপীড় ৩৬ বৎসর রাজত্ব করেন। সুতরাং দেখা যাইতেছে, ৭৭২ খৃষ্টাব্দে জয়াপীড় কাশ্মীরের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। জয়াপীড় প্রথমতঃ স্বরাজ্যে থাকিয়াই ভিন্ন ভিন্ন দেশের রাজাদিগকে বশীভুত করিয়াছিলেন এবং কতিপয় বৎসর পরে দিগ্বিজয়ে বহির্গত হইয়াছিলেন । অতএব ৭৭৫ খৃষ্টাব্দের পূৰ্ব্বে র্তাহার পেও বন্ধনে আগমন সম্ভবপর হয় না। ৭৭৫ খৃষ্টাব্দে বা তৎপরবর্তী সময়ে গোঁড় মণ্ডলে জামাতা জয়াপীড়ের সাহায্যে পৌণ্ডবৰ্দ্ধনাধিপতি জয়ন্তের সাৰ্ব্বভৌমত্র অর্জন করিবার কাহিনী সত্য বলিয়া গ্রহণ করিলে, “মৎস্তঞ্চায় প্রপীড়িত" গৌড়ীয় প্রকৃততি পুঞ্জের “রাজভট-বংশ-পতিত গোপালদেকে গৌড়ের সিংহাসনে ংস্থাপনের প্রয়োজনাভাব উপলব্ধি হয়। ইযুক্ত কৈলাস চঞ্জ সিংহ মহাশয় প্রচলিত কিম্বদন্তীকে অগ্রাহ করি। আদিশূরের সময়-নির্ণয়-প্রসঙ্গে এক অস্তিনৰ মত নব্যভারতে প্রকাশ করিাছিলেন । তিনি বলেন “বৎস রাজদেব, তদীয় পিতা দেবশক্তিদেবের মৃত্যুর পর ৭৮ খৃষ্টাব্দ হইতে ৮•৫ খৃষ্টাব্দ (৭০২—৭২৭ শকাব্দ) পৰ্য্যস্ত কাঞ্চকুজে পঞ্চবিংশতি বর্ষ কাল রাজত্ব করেন । এই সময়ে কনৌজ রাজ্যের সীম৷ কাশ্মীর ও মালবদেশ হইতে গৌড়দেশ পৰ্য্যন্ত বিস্তুত ংইয়ু, কনোজপতিদিগকে আর্ধ্যাবর্তেৱ সৰ্ব্বপ্রধান নরপতি করিঃ