পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] আদিশূরের রাজধানী। ১৩১ বিশ্বাসজনক প্রমাণাভাব। আদিশূর যে সময়ে গৌড়ের অধীশ্বর, পৌঁও বৰ্দ্ধন নগরে তৎকালে রাজধানী ছিল” (১): পূজনীয় প্রযুক্ত অক্ষকুমার মৈত্রেয় মহাশয় “রারেন্দ্রকুল পঞ্জীর” লিখিত— “সকল গুণ সমেতাঃ সাগ্নিক ব্রহ্মনিষ্টা:, হতবহুসমভাসা ব্ৰাহ্মণা: কান্তকুজাং। নিজপরিকর বগৈ পাবনং পাপমুক্তং, সুরসরিদবধৌতং যান্তি গৌড়ং মনোজ্ঞং ” এই বচনটি অধ্যাহার করিয়া বলিয়াছেন যে, ব্রাহ্মণগণ মুরসরিদৃবিধৌতপাদ গৌড়নগরে সমাগত হইয়াছিলেন। “গৌড়ের ইতিহাস প্রণেতা” এবং "বঙ্গের পুরাবৃত্ত"-রচয়িত প্রভৃতি অনেকে উপরোক্ত মতেরই সমর্থন করিয়াছেন। পক্ষান্তরে লঘুভারত-কর্তা ৮ গোবিন্দকান্ত বিদ্যাভূষণ, সম্বন্ধনির্ণরপ্রণেতা পণ্ডিত লালমোহন বিদ্যানিধি, বেণীসংহার নাটকের ভূমিকায় ৬ মুক্তারাম বিদ্যাবাগীশ, ৮ কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগর সি, আই, ই, পণ্ডিতাগ্রণি শ্ৰীযুক্ত উমেশচন্দ্র বিদ্যারত্ন, এবং আদিশূর ও বল্লাল সেন প্রণেতা প্রভৃতি অনেকে বিক্রমপুরের অন্তর্গত রামপালের পক্ষপাতী। আদিশূরের অস্তিত্ব সম্বন্ধেই যখন এখন পর্যন্ত কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া বাইতেছে না, তখন তাহার রাজধানী কোনস্থানে প্রতিষ্ঠিত ছিল তদ্বিষয়ে কোনও প্রশ্নই উঠিতে পারে না। কিন্তুও তবু একথা স্থির যে আদিশূরের অস্তিত্ব প্রমাণিত হইলে তাহার রাজধানী প্রাচীন বঙ্গেই স্থাপন করিতে হুইবে । নগেন্দ্র বাবুর উক্তির সমালোচনা করা নিম্প্রয়োজন, কারণ উহার মূলে কোনও যুক্তি বা প্রমাণ নাই। কুল গ্রন্থগুলি ত্রয়োদশ শতাব্দীর পূৰ্ব্বে ( ১ ) বঙ্গেয় জাতীয় ইতিহাস, ব্রাহ্মণ কাও, ১ মাংশ ১০১ পৃষ্ঠা ।