পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] শূরবংশাবলী। ృురి সেনের প্রপৌত্র মহারাজাধিরাজ দ্বিতীয় জীবিত গুপ্ত বলিয়া নির্দেশ করিয়াছেন (১) এবং আমরাও উহাই সত্য বলিয়া মনে করি । দ্বিতীয় জীবিত গুপ্ত অষ্টম শতাব্দীর প্রথম ও দ্বিতীয় পাদে গৌড়পতি বলিয়া প্রতিপন্ন হইলে তৎকালে আদিশূরকে গৌড়ে স্থাপন করা কঠিন হইয় পড়ে। কুলাচাৰ্য্য গণের লিখিত গ্রন্থসমূহে আদিশূরের বংশাবলী পওয়া যায়, কিন্তু উহা ধারাবাহিক রূপে লিখিত হয় নাই। কুলগ্রন্থে এবং প্রাচীন কুলক্ত গণের কথামুসারে নিম্ন লিখিত বংশাবলী জানা যায়, কিন্তু ইহ কতদূর সত্য তাহ বলা যায় না। কবিপুর শূর বংশাবলী । তৎপুত্র মাধবপূর, তৎপুত্র আদিশূর, তৎপুত্র ভৃশ্বর। তৎপুত্র ক্ষিতিপূর, তৎপুত্র ধরাশূর, তাহার পর প্রদ্যুম্নশূর ও বরেন্দ্রশূর। তাহার পরে অনুশূর গৌড়ে রাজা হন (২) । আচাৰ্য্য শ্ৰীযুক্ত অক্ষয় কুমার মৈত্রেয় মহাশয় তদীয় ঐতিহাসিক চিত্রের ৮ পৃষ্ঠাতে বলিয়াছিলেন, "বারেত্র কুলশাস্ত্র গ্রন্থে এ বিষয়ে আরও একটা জনশ্রুতি প্রচলিত আছে। আদিশূরের পর ভূপূর, এবং তৎপরে বরেন্দ্রশূর ও প্রত্যুম্ন শূর নামে দুই ভ্রাত রাজা হন। তাহাদের সময়ে বিপ্লব সংঘটিত হইয়ু বরেন্দ্র একদেশে ও প্রচ্যুম্ন অঙ্গদেশে রাজ্য স্থাপন করায় কান্তকুজাগত ব্রাহ্মণগণ র্তাহাদিগের অনুসরণ করিয়াছিলেন। বরেন্দ্রের নামানুসারে বরেন্দ্রদেশ এবং প্রত্ন্যমের রাজ্য রাঢ় দেশ নামে খ্যাত। বাসস্থানের নামানুসারে কাল ক্রমে ব্রাহ্মণগণ রাঢ়ী ও বারেন্দ্র নাম প্রাপ্ত হইয়াছেন”। (১) গোঁড়রাজ মালা ১৫ পৃষ্ঠা। (২) পক্ষান্তরে রাঢ়ীয় কুলমঞ্জরী অনুসারে আদিশূর বংশীয় সাতজন মরপতির