পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] শুরুবংশাবলী। ృులిగి ১১। পৃথীধর সেন X ১২। স্বষ্টিধর সেন X. ১৩ । জয়ধর সেন X গৌড়ের ইতিহাস প্রণেতা প্রযুক্ত রজনী কান্ত চক্রবর্তী মহাশয় লিখিয়৷ ছেন,—আদিশূরের পর ভূশুর রাজা হন। ভূশুর রাঢ়ী, বরেন্দ্র ও সাত শতী ব্রাহ্মণদিগের শ্রেণী বিভাগ করেন, তৎপুত্র ক্ষিতিপূর রাঢ়ীয় ব্রাহ্মণ দিগকে ছাপ্পান্ন খানি গ্রাম প্রদান করেন ( ১ ) । ইনি সাতশতী দিগকে ২৮ খানি গ্রাম প্রদান করেন। ইহার পর অবনীশূর, ধরণীশূর ধরাশূর, যথাক্রমে রাজা হন। ধরাশূর রাষ্ট্ৰীয় ব্রাহ্মণ দিগকে কুলাচল ও সংশ্রোত্রীয় এই দুই ভাগে বিভক্ত করেন। বন্য প্রভৃতি ২২টা গাঞী কুলাচল বলিয়া গণ্য হয় এবং সিদ্ধল প্রভৃতি ৩৪টা গাঞা সচ্ছে ত্রিীয় বলিয়া কথিত হয় (২) । তিরুমলয়ের শিলালিপি হইতে অবগত হওয়৷ যায় যে রাজেন্দ্র চোল উত্তর রাঢ়ের মহীপাল, দক্ষিণ রাঢ়ের রণপূর এবং দণ্ডভুক্তির ধৰ্ম্মপাল এবং বঙ্গের গোবিন্দ চন্দ্রকে পরাজিত করেন। বাঙ্গালার পুরাবৃত্ত প্রণেতা প্রযুক্ত পরেশ নাথ বন্দোপাধ্যায়ের মতে এই রণশ্বর ধরাশূরের পুত্র! কিন্তু ইহার কোনও প্রমাণ আবিষ্কৃত হয় নাই। ইহাতে দেখা যাইতেছে যে আদিশূরের বংশাবলী সম্বন্ধেও নানা মুনির নানা মত। সুতরাং কোন বংশাবলীকে প্রামাণিক বলিয়া গ্রহণ করিব ? সম্ভবতঃ প্রাচীন কিম্বদন্তী অবলম্বন করিয়াই পরবর্তী সময়ে কুলশাস্ত্র গুলি রচিত

  • (১) ক্ষিতিপূর্ণে রাজ্ঞাপি ভূপূৰ্বস্ত হতেন চ। ক্রিয়তে গাএী সংজ্ঞাসি তেষাংস্থান বিনির্ণয়াৎ" ॥

(২) এই জন্ত রাঢ়ীদিগের মধ্যে এই কথাটা প্রচলিত হয়.যে, “পঞ্চগোত্র ছাপান্ন গাই, তা ছাড়া বামন নাই”।