পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>W。 ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । নারায়ণ পাল দেবের ভাগলপুরের তাম্রশাসনে ধৰ্ম্মপাল সম্বন্ধে উক্ত হইয়াছে, “সেই বলবান রাজ ইন্দ্ররাজ প্রভৃতি শক্রবর্গকে জয় করিয়া, মহোদয়গ্ৰী কানাকুজের রাজশ্ৰী লাভ করিয়াছিলেন ; এবং পুরাণ-প্রসিদ্ধ বলি রাজা যেমন পুরাকালে ইন্দ্রাদি শক্রগণকে জয় করিয়া, মহোদয়গ্ৰী লাভ করিয়াও যাচকরূপী চক্রায়ুধ ব:x• « °:র:ক তৎসমস্ত দান করিয়াছিলেন, এই বলবান রাজাও সেইরূপ প্ৰণতি পরায়ণ বামনরূপে চরণাবনত চক্রায়ুধ নামক সামন্ত নরপালকে কান্যকুন্ডের রাজশ্ৰী প্রদান করিয়াছিলেন” (১)। ইতিপূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, জিনসেন প্রণীত জৈন-হরিবংশের উপসংহারে, ৭০৫ শাকে বা ৭৮৩-৭৮৪ খৃষ্টাব্দে,ইন্দ্রায়ুধ নামক রাজা উত্তর দিক পালন করিতেছিলেন বলিয়া উক্ত হইয়াছে (২)। পণ্ডিতগণ অনুমান করেন,-ভাগলপুর তাম্রশাসনোক্ত ইন্দ্ররাজই জৈন হরিবংশে উল্লিখিত উত্তর দিকৃপাল ইন্দ্রায়ুধ । গোয়ালিয়র-নগর-প্রান্তস্থিত সাগরতাল নামক স্থানে প্রাপ্ত দ্বিতীয় নাগভটের পৌত্র মিহির ভোজের শিলালিপিতে নাগভটের কান্তিকলাপ সম্বন্ধে লিখিত আছে,—“আদিপুরুষ (বিষ্ণু ) পুনরায় বৎসরাজ হইতে জন্ম গ্রহণ করিয়া, বিখ্যাত-কীৰ্ত্তি এবং গজ সেনা বিশিষ্ট হইয়াছিলেন বলিয়া, সেই (নাগভট) নামধারী হইয়াছিলেন। র্তাহার কেমার কালের প্রজ্জ্বলিত প্রতাপ-বহ্নিতে অন্ধ, সৈন্ধব, বিদর্ভ এবং কলিঙ্গের ভূপতিগণ পতঙ্গের মত পত্তিত হইয়াছিলেন। বেদোক্ত পুণ্য কৰ্ম্মের সমৃদ্ধি ইচ্ছা করিয়া, তিনি ক্ষত্রিয়ের নিয়মানুসারে কর (১) "জিত্বেন্ত্ররাজ প্রভৃতী নরাতী মুপাজিত যেন মহোদর শ্ৰী। দত্ত পুনঃ সা বলিনার্থরিত্রে চক্রহ্লায়ানতি বামনার।" গৌড়লেখমাল ৫৭, ৬৪ পৃষ্ঠা। (*). Journal of the Royal Asiatic Society, 1909. Page 253. & Rajen dra lal's Sanskrit M. S. S; vol VI. Page 80.