পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] ধৰ্ম্মপালের সময় নিরূপণ। Staసి যে, তৃতীয় গোবিন্দ কর্তৃক পরাজিত গুর্জর রাজের নামই নাগভট (১)। এই নাগভট যে দ্বিতীয় নাগভট তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই, কারণ যোধপুর রাজ্যান্তর্গত বিলাড জিলায় বুচকলা গ্রামে আবিষ্কৃত শিলালিপিতে “মহারাজাধিরাজ পরমেশ্বর শ্ৰীবৎস রাজদেব পাদানুধ্যাত পরমভট্টারক মহারাজাধিরাজ পরমেশ্বর শ্রীনাগভট্টদেবের প্রবদ্ধমান রাজ্যের” उँल्लथ झूठे झ्ञ (२) । উল্লিখিত ভাগলপুরের তাম্রশাসন, গোয়ালিয়রের প্রস্তর লিপি, এবং প্রথম অমোঘবর্ষের তাম্রশাসন দ্বারা প্রতিপন্ন হইতেছে যে, গৌড়বঙ্গপতি ধৰ্ম্মপাল, কানাকুজাধিপতি ইন্দ্রায়ুধ ও চক্রায়ুধ, রাষ্ট্রকূটপতি তৃতীয় গোবিন এবং গুজ্জর প্রতীহার বংশীয় দ্বিতীয় নাগভট সমসাময়িক (৩ )। রাষ্ট্রকূটরাজ তৃতীয় গোবিন্দ ধ্রুবধারাবর্ষের পুত্র। তিনি ৭৯৪ খৃষ্টাব্দের কিঞ্চিৎকাল পূৰ্ব্বে পিতৃ সিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন, কারণ ৭১৬ শকাব্দের (৭৯৪ খৃষ্টাব্দের ) বৈশাখ মাসের অমাবস্ত তিথিতে স্বৰ্য্যগ্রহণোপলক্ষে দক্ষিণাপথস্থিত প্রতিষ্ঠান নগরী হইতে ইনি কতিপয় ব্রাহ্মণকে একখানি গ্রাম প্রদান করিয়াছিলেন ( s )। তোর থেডের ( > ) “স নাগ ভট চত্র গুপ্ত নৃপয়ে র্যশোর্য্যং (?) রণে স্বহা মপহাৰ্য ধৈর্য্য বিকলনখোলান। যশোর্জন পরে নৃপান স্বভূৰিশালি শস্যানিৰ পুনঃ পুনরতিষ্ঠপৎ স্বপদ এৰ চাস্তানপি" ॥ Journal of the Bombay Branch of the Royal Asiatic Society 1906, Page 118, (*). Epigraphia Indiea, vol IX Pages 198-2oo. (°). Epigraphia Indica vol. IX Page 26 note 4.

  • Epigraphia Indica vol III. Page 1o5.