পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፳»ፃ8 ঢাকার ইতিহাস । [ २ग्न थ९ ।। ছিলেন, তাহার প্রমাণ পাওয়া যাইতেছে, এবং নাগাবলোকের প্রতিদ্বন্দী কক্ক রাজের পুত্র পরবল ৮৬১ খৃঃ অব্দে, দীর্ঘকালব্যাপী রাজত্বোর পর বাৰ্দ্ধক্যে উপনীত হইয়াছিলেন, ইহাও স্বীকার করিতে হয় ; সুতরাং ধৰ্ম্মপালের পরবলের জুহিতার পাণিগ্রহণ করা অসম্ভব ত নহেই, বরং খুব স্বাভাবিক বলিয়াই বোধ হয়। পরবল যে তৃতীয় গোবিনের বিরুদ ছিল তাহার কোনও প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। পাথারি ਆਿ। কেহ কেহ অনুমান করিতেন যে পরবল রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিন্দ অথবা প্রথম অমোঘ বর্ষেরই অপর নাম (১)। তৃতীয় গোবিন্দ তদীয় কনিষ্ঠ ভ্রাতা ইন্দ্ররাজকে লাটের আধিপত্য প্রদান করিয়া ছিলেন সন্দেহ । নাই ; কিন্তু পরবলের পিতা কঙ্করাজ তৃতীয় গোবিনের অম্বুজ ইন্দ্ররাজের ' পুত্র নহেন। পাথারি লিপি হইতে জানা গিয়াছে যে পরবলের পিতার নাম কক্করাজ এবং তাহার পিতামহের নাম জেজ, পক্ষান্তরে তৃতীয় । গোবিদের ভ্রাতুপুত্র কক্কের পিতার নাম ইজরাজ। তৃতীয় গোবিলের । आफूपूच्च क्रुबाश्वत्व बङ्गानङ्गकांग ४०२ श्रृंडेल श्हेउ ४२० श्रृंडेक | মধ্যে। কিন্তু পরবলের পিতা কঙ্করাজ ৭৫৬ খৃষ্টাম্বে প্রাচুভূত নাগাবলোকের সমসাময়িক (২) । সুতরাং প্রাচ্যবিদ্যামহার্ণব মহাশয় বে ভ্রান্তমত পোষণ করিতেছেন তদ্বিষয়ে কোনও সন্দেহ নাই। “রাষ্ট্রকুট পরবলের পক্ষে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়া ধৰ্ম্মপালের । স্তায় পরাক্রমশালী নৃপতির আশ্রয় গ্রহণ করিবার বিশেষ প্রয়োজন ছিল। রাষ্ট্রকুট মহাসামন্তাধিপতি কঙ্ক রাজ স্ববর্ণবর্ষের ( বরোদার ੧੪)। i. | (»). Epigraphia Indica vol IX Page 251.. («). Epigraphia Indica vol IX Page 251.